নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Im a soldier, born to die ! \m/

অভিমানী মুন্না

পড়তে ও লিখতে ভালবাসি । সামনে যা পাই তাই পড়ি, মাঝে মাঝে নিজেও এক-আধটু লিখার চেষ্টা করি !

অভিমানী মুন্না › বিস্তারিত পোস্টঃ

লুতুপুতু প্রেম অনুগল্প !! :P

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২২

রাত ১২:২৭, ১৪ ফেব্রুয়ারি !



একটু আগে মিলিকে প্রপোজ করার মত দুঃসাহসী কাজটা করে ফেলেছে নাফি ! ফোনেই বলতে হয়েছে, সামনা-সামনি বলার সাহস পায় নি আসলে ! উত্তর দেয়ার আগে কিছুক্ষণ সময় চেয়ে নিয়েছে মিলি ! ওর জবাবের জন্য অপেক্ষা করছে এখন ! প্রচণ্ড টেনশনে ঘামছে ! একহাতে সিগারেট, অন্যহাতে মোবাইলটা একটু পর পর চেক করা চলছে ! বেচারা খেয়াল করেনি বিকেলবেলা বৃষ্টির কারণে ছাদের কোনাটা পিছলা হয়ে আছে ! পায়চারি করতে করতে ছাদের পিছলা কর্নারের দিকে এগিয়ে যাচ্ছে ভুলোমনা ছেলেটা !



১০ মিনিট পর...



অনেক ভেবে-চিন্তে আর কিছু খুঁজে না পেয়ে শুধু একটা শব্দ লিখেই মেসেজটা সেন্ড করে দিয়েছে মিলি ! ধুরু-ধুরু বুকে অপেক্ষা করছে, কিন্তু সেটা আর কখনোই দেখা হল না নাফির !



২ দিন পর...



সব কিছু জানার পর প্রচণ্ড মন খারাপ করে ক্যাম্পাসের ঘাসে বসে আছে মিলি !

“ধুর পাগলী, সব ঠিক হয়ে যাবে, এত্ত টেনশনের কি আছে ”, মিলির বেস্ট ফ্রেন্ড তানি সকাল থেকেই ওর মনটা ভাল করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মিলির মনটা কিছুতেই মানতে চাইছে না ! শেষে না পারতে হাল ছেড়ে দিয়ে চলে গেল তানি !



[আহা ! মন খারাপ করার কি আছে ? গল্পটা শেষ হয়নি এখনও ! আর সব কিছু না জেনেই মন খারাপ করাটা কি ঠিক ? আসেন বাকিটা যেনে নেই ! B-)]



ছাদ থেকে পড়ে মরার জন্য নাফির জন্ম হয়নি, অন্তত ও তাই মনে করে ! হটাৎ পিছলাটা সামলাতে গিয়ে ঘামে ভেজা হাত থেকে মোবাইলটা সরাসরি পাশের ড্রেনে ! আর পাওয়ার সম্ভব্বনা নেই...





উত্তরটা জানা হল না তাই...

কি আর করা... আবার সেই প্রথম থেকেই শুরু করতে হবে সব...

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৩

অভিমানী মুন্না বলেছেন: B-) :D ;)

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৮

মেডিকো মাকড়সা বলেছেন: hmmmmmm. valoi.

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১২:১২

অভিমানী মুন্না বলেছেন: ধন্যবাদ ! :) B-)

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৮

গর্তজীবি বলেছেন: আহারে :P
ভালো লাগলো :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

অভিমানী মুন্না বলেছেন: আপনাকে ধইন্যা বাদ !! :-D B-)

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ২:২১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মজার

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১০

অভিমানী মুন্না বলেছেন: হে বন্দু,
আপনার বালু লাগায় আমি দন্য হইয়ে গেলাম !!!
ধইন্য আপনাকে... :) B:-) :| :( =p~

৫| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

হাতীর ডিম বলেছেন:

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩

অভিমানী মুন্না বলেছেন: খারান, টিস্যু লইয়া আস্তাচি !! B-) =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.