নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Im a soldier, born to die ! \m/

অভিমানী মুন্না

পড়তে ও লিখতে ভালবাসি । সামনে যা পাই তাই পড়ি, মাঝে মাঝে নিজেও এক-আধটু লিখার চেষ্টা করি !

অভিমানী মুন্না › বিস্তারিত পোস্টঃ

তোকে বড্ড ভালবাসি মা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

মাগো,

এতগুলো বছর,

এতগুলো বছর পরেও কি তোর

হয়েছে স্বপ্ন পূরণ ?



বাংলাদেশ নামের যুবতী মা

বৃদ্ধ হয়েছে এখন,

চেহারাটা মলিন।

কাঁধে ব্যর্থতা আর গ্লানির বোঝা

নিয়ে ধুকে ধুকে চলতে চলতে

মা আজ বড্ড ক্লান্ত।



কেউ ভালবাসেনা

এই জনম দুঃখিনীকে...



ভালবাসলে তো বলত...

“মা, তোকে ভালবাসি বলে,

আর দুর্নীতি করব না।



ঘুষ খাওয়া ছেড়ে দিয়ে

দুবেলা পান্তা ভাত খাব প্রয়োজনে

শুধু তোকে ভালবাসি বলে...



শুধু তোকে ভালবাসি বলে,

কোটি টাকার “ব্র্যান্ড নিউতে” না চড়ে রিক্সায় চড়ব প্রয়োজনে...

তোকে ভালবাসি বলে

আন্দোলনের নামে আর ধ্বংসযজ্ঞ চালাবো না।



মাগো শুধু তোর জন্যে

ক্ষমতার লোভ ছেড়ে কাজ করব কাঁধে কাঁধ মিলিয়ে,

তোর ক্ষুধার্ত সন্তানদের খাওয়া নিজের পকেটে পুরব না...

শুধু তোকে ভালবাসি বলে মা।”



কেউ তো বলে না

“মা, তোকে বড্ড ভালবাসি”।



বুড়ি মায়ের বড্ড ইচ্ছে,

তার সন্তানেরা আবার লড়বে

কাঁধে কাঁধ মিলিয়ে,

মুছে ফেলবে ঘরের-বাইরের সব শত্রু,

নিচু হয়ে থাকা মাথাটা

আবার সোজা করে দেবে বিশ্বদরবারে।



বুড়ি মায়ের ভীষণ ইচ্ছে,

তার সন্তানেরা একসাথে বজ্রকন্ঠে বলবে,

“তোকে ভালবাসি মা,

বড্ড ভালবাসি ।”

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৪

প্রিন্স হেক্টর বলেছেন: “তোকে ভালবাসি মা,
বড্ড ভালবাসি ।”


:|

বাংলাদেশ চিরযৌবনা X((

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

অভিমানী মুন্না বলেছেন: হয়ত... :( :(

২| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন:

আমরা বড্ড অকৃতজ্ঞ :(

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

অভিমানী মুন্না বলেছেন: আসলেই :(

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

শ্যামল জাহির বলেছেন: ভাল বাসি মা।

বাংলা মা'কে নিয়ে কবিতা দারুণ হয়েছে।
শুভ কামনা।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

অভিমানী মুন্না বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮

আরজু পনি বলেছেন:
মুন্না, আপনি জেনারেল হয়েছেন মানে কী বুঝিনি ।

আপনি কি ওয়াচে থেকে জেনারেল হয়েছেন, নাকি সেইফ থেকে কোন কারণে জেনারেল হয়েছেন ?
নিজের ব্লগে প্রশ্ন করে আবার আপনাকে টেনে নিয়ে মন্তব্য বাড়াতে অস্বস্তি লাগছিল , তাই আমিই এলাম অঅপনার ব্লগে জিজ্ঞেস করতে ।

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

অভিমানী মুন্না বলেছেন: ধন্যবাদ !

ওয়াচে থেকে জেনারেল হয়েছি ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.