![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. MR BAKER :
শুধুমাত্র কেক ও চকোলেটের জন্য বিখ্যাত । শেওড়া পাড়ায় অবস্থিত ।
২. Nutrine :
কাজী পাড়ায় অবস্থিত এই কেক ও চকোলেটের দোকানটি মোটামুটি ভালই বড় স্পেস নিয়ে করা আর ডেকরেশনও অপেক্ষাকৃত অনেক সুন্দর।
৩. Indian Spicy :
ইন্ডিয়ান স্পাইসির ডেকরেশন বাহির থেকে দেখতে যেমন অনেক সুন্দর মনে হয়, ভেতর থেকে অতটা নয় । আর এর ভিতর স্পেইস নাই বললেই চলে এবং সব সময় একটা স্মোকি স্মোকি ভাব থাকে । এদের কোনো ওয়াশ রুম নেই সো সিঙ্গেল ছাড়া কাপল বা ফ্যামেলি নিয়া গেলে বিপদে পরতে পারেন । তবে এদের খাবার কিন্তু জোসই বলা যায় ।
কাজী পাড়ায় অবস্থিত।
৪. Iqra Chinese Restaurant :
এটি শেওড়া পাড়ায় অবস্থিত । খাবারের মান ভালোই । আর পরিবেশটাও সুন্দর।
৫. Iqra Restaurant :
কাজী পাড়ায় অবস্থিত । এখানে গেলে আপনি এর গ্রিল টা খেতে পারেন।
৬. KFFC :
এখানে কখনো খাইনি। নামটা দেখেই কেমন যেন লাগে!
নকল করার মাঝেও কিন্তু একটা আর্ট রাখতে হয়, নতুবা বড় স্পেস নিয়া দিয়াও ধরা খাওয়ার সমুহ সম্ভাবনা ।
শেওড়া পাড়ায় অবস্থিত।
৭. ক্যাফে রঙ্গিলাঃ
কাজীপাড়ায় অবস্থিত এই রেস্তরা টির গ্রিলই খেয়েছি । অন্য কিছু কেমন জানি না । ব্যাপক মজা।
৮. মুসলীম বিরিয়ানি হাউজঃ
বিরিয়ানি হাউজ হলেও এর বিরানির চেয়ে আমার কাছে ভুনা খিচুরিই বেশি পছন্দ আমার কাছে । মিরপুর ১০ এ অবস্থিত ।
৯. ঘরের ছোঁয়াঃ
মুসলীমের পাশে এই রেস্টুরেন্ট টি স্পেইসের দিক থেকে অপেক্ষাকৃত বড় ও নাইসলি ডেকরেটেড । এখানেও আমি ভুনা খিচুরই খাই । তবে খাবারের মান ঠিক থাকলেও ইদানিং এদের সার্ভিসের মান আস্তে আস্তে নিম্ন মানের হয়ে যাচ্ছে । যার কারনে এখানে না যেয়ে মুসলীমেই যাই ।
১০. Gossip :
মিরপুর ২ এ অবস্থিত । এই রেস্টুরেন্টটিকে চাইনিজ? না ফাস্ট ফুড? না জাঙ্ক-ফুড হিসেবে ব্যাক্ষা করবো বুঝতে পারি না । একে আকাশের সাথে তুলনা করা যায়, এর ইনভায়রনমেন্ট, খাবার, সার্ভিস ইত্যাদি একেক দিন একেক রকম থাকে । পুরাই আবাল হয়া যাইবেন ।
১১. রসায়নঃ
প্রথমেই বলে নেই এই রেস্টুরেন্ট টি তার লভ্যাংশের পুরো টাকাটাই ব্যয় করে পথ শিশু দের জন্য । এবং এ জন্য তাদের স্যালুট ।
তবে এর খাবার গুলো কম্বো-স্টাইলেই করা আর দাম হাতের নাগালের চেয়েও কম । মিরপুরে আসলে সবার আগে এখানে একবার ট্রাই কইরেন ।
ডেকরেশনও অনেক ভালো । সনি সিনেমা হলের দিকে ওয়েস্টার্ন গ্রিলের পাশে অবস্থিত ।
১২. Dhaka Chicken :
মিরপুর ২ নং স্টেডিয়ামের ঠিক পাশেই এই রেস্টুরেন্ট টি নতুন হচ্ছে । হয়া লোক, সবার আগে আমিই কামু ইনশাল্লাহ ।
১৩. Shorma & Pizza :
প্রথমেই বলি, শর্মা এবং এরকম রোল টাইপ কোন খাবার আমার একদম পছন্দ না । আর এখানের পিৎজার কথা বললে আমি পিৎজা হাটকেই প্রেফার করবো । অবস্থিত মিরপুর অরিজিনাল ১০ এর ১ নং বেনারশি পল্লির গেইট এর রোডে ।
১৪. Squizee :
এখানে আপনি মুলত কয়েক প্রকারের ফলের জুস পাবেন । অনেকের ভালো নাও লাগতে পারে বাট, আমি এই গরমে কথায় কথায় ওদিকে গেলেই এখানে ঢুকে এদের লেমন জুস টা খাই। দামও কম।
মিরপুর-১১ এর সাংবাদিক আবাসিক এলাকায় অবস্থিত।
১৫. VIP Resturent :
মিরপুর সনি সিনেমা হলের পাশে এটি অবস্থিত । একবার মাত্র খেয়েছি, তাই তেমন কোন কমেন্ট করতে পারছি না ।
১৬. আব্বাসিয়া হোটেলঃ
পূরবী বাস স্ট্যান্ডের আব্বাসিয়া হোটেলের চা কেউ মিস করবেন না এদিকে যদি আসেন ।
১৭. খোকন হোটেল এন্ড রেস্টুরেন্টঃ
এখানে আমি দুপুরে অনেক বিরিয়ানি আর সন্ধায় মোগলাই খেয়েছি।
১৮. সি-ব্লক মোরের বটঃ
সেকশন ১২ নং এর সি-ব্লক মোড়ের বটের টেষ্ট কিন্তু পুরাই লেলে । অর্ডার দেয়ার আগেই লুল বারায়া যাইতারে কইলাম ।
১৯. আলুর দমের চটপটিঃ
আলুর দমের কথা অনেকেই হয়তো শুনেছেন । কিন্তু এই আলুর দমের টেষ্ট কি কেউ নিয়েছেন । এখানে শুধু আলুর দমই না এটা দিয়ে চটপটিও বানিয়ে দিবে আপনাকে । মিরপুর ১১ নং বাস স্ট্যান্ডের ব্র্যাক ব্যাংকের রোডে এ দোকান পাবেন ।
২০. আবুল ভাইয়ের বটঃ
পুরো মিরপুরের বটের জন্য আবুল ভাইয়ের বট বিখ্যাত। এবং বিহারি খাবারের মধ্যে এটি অন্যতম যা খেতে শহরের অনেক জায়গা থেকেই অনেকে এখানে ছুটির দিনে গাড়ি নিয়ে আসে ।
এখানে আমি গেলে বটের চেয়ে তিল্লি টাই বেশি খাই । অনেকে কালো দেখে আর একটু বেশি দাম দেখে তিল্লি অর্ডার দেয় না । আমার রিকোয়েষ্ট ভাই, অন্তত এক শিক হইলেও তিল্লি অর্ডার দিয়েন। অবশ্য এটা একদম গরম গরম খেলে মজাটা থাকে ।
ঠিকানাঃ ১১ নং বাস স্ট্যান্ড থেকে রিকশা নিয়ে ১১ ঢালের উপর বড়-মসজিদের সামনে বললেই হবে । রিকশা ভাড়া বাস স্ট্যান্ড থেকে ১৫ টাকা থেকে ২০ টাকা ।
২১. কাল্লুর চাপঃ
সুস্বাদু খাবার সবাই খাই । কিন্তু প্রযুক্তির ছোয়াঁয় আদি সুস্বাদু খাবারের স্বাদের মান কি একরকম থাকে ? হ্যা কাল্লুর চাপ তার সে মানটি এখনো ধরে রেখেছে একেবারে আগের মতোই । এখানে এলে আপনি এদের কে এখনো খড়ি/লাকড়ির চুলোয় রান্না করতে দেখবেন । আর জানেন তো লাকড়ির চুলার রান্না আর গ্যাস বা অন্নান্য ওভেনের রান্না টেষ্টে কতো পার্থক্য ! না জানলে এসে খেয়ে পরখ করে দেখেন ।
খাইবেন আর কানে হেড ফুন লাগায়া গান ছাড়বেনঃ
"কাল্লু মামার চাপ, আবার জিগায়;
পেইট ভইরে খেইয়ে নাও, বুঝিছাও ভাই "
এটা আবুল ভাইয়ের দোকানের পাশেই অবস্থিত।
২২. জাকিরের চাপঃ
১৯ নং খাবারের তালিকার দোকানের পাশেই এই চাপ-পরোটার দোকান । এর খাবারও ভালো ।
২৩. ডিম রুটিঃ
ডিম রুটি অরেকটি সুস্বাদু বিহারী খাবার । এটা ১১ নং রাব্বানি হোটেলের পাশেই পাবেন ।
২৪. রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টঃ
মিরপুর ১১ এর রাব্বানী হোটেল হল মুল ও আদি রাব্বানী হোটেল । এখানকার গরুর মাংশ ভুনা আর লগে সাদা ভাত বা পরোটা আমার কাছে পুরাই আইজকা লাগে
অবস্থান ১১ নং বাস স্ট্যান্ড থেক একটু ভিতরে, যে কাউকে বললেই দেখিয়ে দিবে ।
২৫. রাব্বানী টি স্টলঃ
রাব্বানী হোটেলের সামনেই এটা । এখানে অবশ্যই চা খেয়ে যাবেন । নয়তো পস্তাইবেন কইলাম ।
২৬. হালিম ও নল্লিঃ
১১ নাম্বার ঢালের উপর বড় মসজিদের সামনে অবস্থিত নল্লি কে না খেয়েছে (যারা এখানে থাকেন)। প্রতি রমজানের প্রথ্যহই আমাদের এখান থেকে নল্লির অর্ডার থাকে পুরো পরিবারের জন্যই। আপনিও খেয়ে যাবেন আশা করছি । আর যারা পছন্দ করেন না, তাদের ক্যালসিয়াম ডাবল করতে এখানে আসতে পারেন । তাইলে আপনার সংসারে সুখ আইবো মাষ্ট
২৭. কোয়েলের ডিমঃ
কোয়েলের ডিম হয়তো অনেকেই খান নাই । না খাইলে দাওয়ার দিয়া রাখলাম । স্পেশালি যাদের সুচিবায়ু আছে কোয়েলের ডিমে। এখান থেকে খেলে ফ্যান হয়া ঘুরতেই থাকবেন । নল্লি-দোকানের পাশেই একে পাবেন ।
২৮. Egg Burger :
নতুন ধরনের বার্গার খাইতাম মুঞ্চাইলে পুরবী বাস স্ট্যান্ডের এইচ এস বি সি ব্যাংকের পাশে চইলা আইসেন । খাবার খারাপ লাগবে না ।
২৯. দই ফুচকাঃ
দই ফুচকা ঝালটাই বেশি পাওয়া যায় কিন্তু এ দোকানে আপনি মিষ্টি টাও পাবেন । সারে ১১ এর থেকে যে রোড টা পল্লবী আবাসিক এলাকার দিকে গেছে ওই রোডে একটু হাটলেই হাতের বাম পার্শে পরবে ।
৩০. নামহীন বিরিয়ানিঃ
এটা মিরপুর ৬ নং বাজার মসজিদের লাইনে মসজিদ থেকে একটু দুরেই অবস্থিত । দোকানের কোনো নাম না থাকলেও এর বিরানি টা কইলাম সেইরকম ।
কিরাম ? -------------ঃ সেইরাম...
৩১. চটপটিঃ
তাছাড়া অরিজিনাল ১০ এ, মিরপুর গার্লস আইডিয়ালের সামনে সুন্দর ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠা অনেক চটপটির দোকান পাবেন যেগুলোর চটপটি ও ফুচকা মারাত্তক ! তবে আমি চটপটির জন্য সারে ১১'র সেতারা কনভেনশন হলের অপজিট রাস্তায় যে গাড়ির চটপটির দোকান টা আছে ঐ টায় একবার খায়েন। এক প্লেট ওইখানে থেকে খেয়ে আসা অসম্ভব ।
৩২. সিঙ্গারা, ফোলোরি, টিক্কাঃ
মিরপুর ১০ গোল চক্কর থেকে ১২ পর্যন্ত অনেক ছোট বড় ফুটপাতের উপর দোকান পাবেন যেগুলো তে কুবই আকইর্ষনিয় দামে সিঙ্গারা, ফোলোরি, টিক্কা ইত্যাদি বিক্রি করে । টেষ্টও কইলাম মাশাল্লাহ ।
................................................................................................
আগের পর্বগুলার লিঙ্কঃ
ঢাকা-মিরপুরের সকল খাওয়ার (ব্র্যান্ড ও ননব্র্যান্ড) রেস্টুরেন্ট সমুহ । পর্বঃ- ১
ঢাকা-মিরপুরের সকল খাওয়ার রেস্টুরেন্ট সমুহ । পর্বঃ- ২
................................................................................................
বিঃদ্রঃ শওকতের কাবাব সহ আরও কিছু নাম ছবি না থাকায় দেয়া হলো না । কয়েক টা তে আবার খাইনি। তাই ওগুলো পরে এডিট করে দিবো ।
.................................................................................................
কেমন লাগলো এ রকম গবেষনামুলক পোষ্ট । ভালো লাগলে জানাবেন আর যারা এর পূর্ববর্তি পোষ্ট গুলা পরেন নাই তারা এই পোষ্টে দেয়া লিংক থেকে পড়ে নেন ।
.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।
২৫ শে মে, ২০১২ দুপুর ২:৩৯
মুফতি খার উদ্দিন বলেছেন:
২| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৩৯
জাতির বিবেক বলেছেন: মিরপুরে থাকার কারনে এখানকার অনেক রেস্টুরেন্টে খাওয়া হহেছে। রসায়নে যাবো।
২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪০
মুফতি খার উদ্দিন বলেছেন:
জাতির বিবেক নিশ্চই আমাকে রেখে যাবে না ?!!!
৩| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৩৯
হেডস্যার বলেছেন:
নামহীন বিরানীতে একটাই টেবিল। আমি মাঝে মধ্যেই খাই।
দাম তুলনামূলক বেশী।
খাইয়া তো দুনিয়া সাফা কইরালাইলেন ..... মাইনাস
২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪১
মুফতি খার উদ্দিন বলেছেন:
এরফরে আমারে লইয়া খাইয়ে ?
৪| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪১
আশকারি রহমান বলেছেন: গত তিনদেন আপার পোষ্ট পইরা পাগল হয়ে গেছি
কোনটা ছাইড়া কোনটায় যাই
২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
দুইটা আঙ্গুল ধরেন ?
ধরছেন ?
এএএএএ....... আপনে ....
কুতাও যাওয়ার দরকার নাই ।
কারন আমি আঙ্গুলই দেই নাই
৫| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪২
আশকারি রহমান বলেছেন: রসায়নে যামু ভাবতাছি !! !! ১! !!
বস আফনে মেইল টা দিবাইন >> ??
২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪৪
মুফতি খার উদ্দিন বলেছেন:
[email protected]
৬| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৪৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :-& :-&
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০০
মুফতি খার উদ্দিন বলেছেন:
হে হে হে,
মিয়া, মিরপুররে কি মনে করছেন ?
৭| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৫০
পথহারা নাবিক বলেছেন: মামা তাইলে শেষ পর্যন্ত কোনটাই বাদ দিলেন না!!!
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০১
মুফতি খার উদ্দিন বলেছেন:
কয়েকটা বাদ গেছে, ওগুলাতে খাইলেও ছবি নাই । ছবি তুলে দিয়ে দিবো ।
৮| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৫৩
সাইফুল আলী বলেছেন: খাইছে
আপনি তো বিশাল একপেটুক দেখতাছি
যাউগা আমিও মিরপুর এ থাকি
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০১
মুফতি খার উদ্দিন বলেছেন:
ধইন্যা ধইন্যা
৯| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৫৪
আজব কবি বলেছেন: ভাই পুরা মাথা নষ্ট পোস্ট, কিন্তু আফসোস, আমি থাকি চিটাগাং , ঢাকায় বেড়াইতে গেলে যামুনে
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০২
মুফতি খার উদ্দিন বলেছেন:
উখে উখে অবশ্যই আসবেন ।
১০| ২৫ শে মে, ২০১২ দুপুর ২:৫৭
ইয়ার শরীফ বলেছেন: কাল্লুর চাপ, রাব্বানির ভুনা মাংশ ও নান টেস্ট করসিলাম, তবে আবুলের টা দেখি নাই সামনে যামু।
আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০২
মুফতি খার উদ্দিন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ।
১১| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০২
সাজিদ ঢাকা বলেছেন: ঐ মিয়া সব গুলা পর্ব দেখলাম , , , , আসাধারন কাজ
কিন্তু সুপ্রিম ডিনারস কই ????????????
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
ঐ টা পরে এডিট কইরা দিমু । ওইটায় খাই নাই
তয় নেক্স উইকের মইধ্যেই খায়া এক্কেরে চুনা লাগায়া দিমু।
১২| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০৩
আহসান২০২০ বলেছেন: খাওন দাওন বাদ। আপনার বৌদি বায়না ধরছে মিরপুর বেনারসি পল্লী থেকে শাড়ি কিনবে। আমার বাড়ি বহুত দূরে এখন কেমনে বেনারসি পল্লী যামু (মহাখালী বাস টা. থেইক্কা) কোথায় শাড়ি একটু কম দামে পাওন যায়, শাড়ির ছবি ইত্যাদি সহ পোষ্টান। ব্যাপন হিট খাইবেন অগ্রীম কইলাম।
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৫৭
মুফতি খার উদ্দিন বলেছেন:
হুমমমম,
এইটা একটু খাটা-খাটুনির কাজ । তয়, আইডিয়া মন্দ না ।
তবে আপনাকে আমি "খুরশীদ এন্ড সন্স" নামে একটা অভিজাত বেনারশি বিপনির নাম বলতে পারি যেখানে আপনি ভাল মানের শাড়ি পাবেন । আর দামাদামি করার ব্যাপারে আগেই আমার রেফারেন্স দিলে কম নিবে । নাম "ইসমাইল" বইলেন । দোকানের মালিকের ছেলে "গুড্ডু" ফোনঃ০১৯১১৩৬৮৩০১, ০১১৯০৮২৩২১০ ।
গুড্ডু ভাইয়ের থেকেই কিনবেন ।
এছাড়া আরিফ বেনারশি কুঠিও ভালো ।
১৩| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:০৮
সাজিদ ঢাকা বলেছেন: তাহলে অবশ্যই , , , অমু রাইস আর গারলিক চিকেন টা খাবেন , , , পুরো দেশে আর ২য় টি পাবেন না
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৫৮
মুফতি খার উদ্দিন বলেছেন:
এই টার একজ্যাক্ট লোকেশন টা দেন তো ?
১৪| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:১১
চেয়ারম্যান০০৭ বলেছেন: সেরুম পোস্ট।সালাম বস।++++++++++++++++ ভালো থাকবেন।
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৫৯
মুফতি খার উদ্দিন বলেছেন:
ওয়ালাম ওয়ালাম ।
১৫| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:২৫
কাউসার রুশো বলেছেন: ফাটাফাটি সিরিজ । প্রিয়তে রাখলাম।
এবারের পর্বের একটাতেও খাই নাই
২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৫৯
মুফতি খার উদ্দিন বলেছেন:
নো, প্রব্লেম । খাইবেন ।
১৬| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:২৭
ভাবুক আমি বলেছেন: joooossssshhhhhhh.....erokom post er jonno to ami somu te dhuki...........vaijan...gulshan...er resturent gula nie jodi erokon post ekta korte paren....tahole amar jonno khubi valo hoto.
২৫ শে মে, ২০১২ বিকাল ৪:০১
মুফতি খার উদ্দিন বলেছেন:
ভাই আমি তো মিরপুরে থাকি । আর আড্ডাচ্ছলেই এইসব রেস্টুরেন্টে যেয়ে খাই আর ছবি তুলি । তবে গুলশান গেলে দিবো ইনশাল্লাহ ।
১৭| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৩৮
শিপু ভাই বলেছেন:
আমার এখান থিকা গিয়া খাইয়া আইয়া পোষাইবো না!!!
তয় কুনু কামে গেলে চাপ খাওয়ার ইচ্ছা আছে। আলুর দমের চটপটিটাও মার্ক কইরা রাখলাম।
+++++++++++
২৫ শে মে, ২০১২ বিকাল ৪:০১
মুফতি খার উদ্দিন বলেছেন:
আইসেন, আইসেন । বহুত মজার মজার খাবার ।
আর আপনে থাকেন কই ?
১৮| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৩৯
ফয়সাল তূর্য বলেছেন: MR. BAKER মিরপুর-১ এও আছে।
মিরপুর-১ এ বাজারের পাশে একটা দোকান আছে,যমুনা। এদের জিলাপী অসাম!
আর মিরপুর-১ এই আরেকটা দোকান আছে, মুক্তিযোদ্ধা মার্কেটের একটু সামনে, নাম মনে নাই, এদের কড়াই-গোসতও দারুন।
২৫ শে মে, ২০১২ বিকাল ৪:০৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
নতুন দোকানের সন্ধান ! বাতাসে খাবারের ঘন্ধ !!
পেডে শত বছরের ভুক !!!
তাইলে কইলাম আইজকাই
১৯| ২৫ শে মে, ২০১২ বিকাল ৩:৪৪
সাকিব বাপি বলেছেন: প্রিয়তে - এক্কেবারে সরাসরি!!
+++++++++++++++++++
২৫ শে মে, ২০১২ বিকাল ৪:০৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
থেংকু
২০| ২৫ শে মে, ২০১২ বিকাল ৪:১১
ছোট্ট রাজকণ্যা বলেছেন: সরাসরি প্রিয়তে +++++++!!
২৫ শে মে, ২০১২ বিকাল ৪:৪৮
মুফতি খার উদ্দিন বলেছেন:
থেংকু
২১| ২৫ শে মে, ২০১২ বিকাল ৫:০২
সিউল রায়হান বলেছেন: ভাই, বিস্ময়কর পোস্ট
+
২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
মুফতি খার উদ্দিন বলেছেন:
খুশি হইলাম
২২| ২৫ শে মে, ২০১২ বিকাল ৫:০৭
নীল-দর্পণ বলেছেন: আপনে দেখি সেইরকম ভোজন রসিক, কিন্তু আপনার ছবিতে আপনার স্বাস্থ্যের অবস্থা দেখে ত তা প্রমান করেনা
গত দুইটা পোষ্টের মত এই পোষ্ট টাও কালেকশন সমৃদ্ধ করার জন্যে নিয়ে গেলাম
২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
মুফতি খার উদ্দিন বলেছেন:
ভোজন রসিকের অনেক রকম আছে, আমি তার যেকোনো একটিতে অবস্থান করছি ।
কালেকশনের জন্য ধইন্যা ।
২৩| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:০৮
রাজ৩৩৩ বলেছেন: এখুনি খেতে ইচ্ছা করছে কিন্তু টাকা নেই
২৫ শে মে, ২০১২ রাত ৮:০১
মুফতি খার উদ্দিন বলেছেন:
টাকা নিয়া চিন্তাইয়েন না । আইসা পরবো ।
২৪| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২০
তাসনুভা বিপা বলেছেন: নেক্সট টার্গেট রসায়ন তারপর বাকিগুলা। বট,তিল্লি খাইসিলাম বাট তেমন একটা ভালো লাগেনাই। KKFC আর ইকরাতে কালকেই চোখ আটকাইসিলো তবে দেখে বেশি সুবিধার মনে হলো না।
২৫ শে মে, ২০১২ রাত ৮:০৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
ঐ মিয়া, তিল্লি ভালা লাগে নাই কইলেন ক্যা ?!?!?!?!
দেন, ট্যাকা দেন ?
২৫| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:২৮
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: ধ্রপদী পোষ্ট ......ডাইরেক্ট প্রিয়তে সিটিং...
২৫ শে মে, ২০১২ রাত ৮:০৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
ধইন্যা
২৬| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
শশী । বলেছেন: রসায়নে যাওয়া হ্য়নি। যাবো ভাবতেসি, খেওয়ার জন্য না হলেও তাদের সুন্দর উদ্যোগ এর জন্য।
KFFC যখন প্রথম আসছে তখন নাম ছিলো KFC। পরে অরজিনাল KFC মিরপুরে আসাতে নাম রাখলো YAKFC
কিন্তু এই নামের মধ্যে YAK YAK ভাব থাকায় সম্ভবত এর নাম চেন্জ করে KFFC রাকসে
দই ফুচকার দোকান এর নাম "জাইকা"
২৫ শে মে, ২০১২ রাত ৮:০৪
মুফতি খার উদ্দিন বলেছেন:
হ হ , এক্কেরে হাচা কতা কইচেন ।
আপনি কি পল্লবীতে থাকেন ?
২৭| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
নেফেরতিতি বলেছেন: স্কুইজির মালিক সম্ভবত ব্লগার,উনি পোস্ট দিয়া কন্টেস্ট কইরা দোকানের নাম দিসেন।ভুল ও হইতে পারে আমার-
২৫ শে মে, ২০১২ রাত ৮:০৯
মুফতি খার উদ্দিন বলেছেন:
না ভাই উনি ব্লগার না । তবে উনার ছোট ভাই হতে পারে(যে দোকানে বসে না এবং দোকানও তার না)
যে বসে সে কম্পিউটারের ক ও জানে না । একদিন খালি মজা কইরা কইসিলাম য, "ভাই, আমরা ল্যাপ্টপ নিয়া কয়েকজন আইসা কইলাম দুই ঘন্টায় আপনার ওয়াইফাই ইউজ করে ইন্টারনেট শ্যাষ কইরা দিমু"
এইটা শুনার পর থেকে আমরা গেলে বলে ইন্টারনেটের মেয়াদ শেষ/লাইন বন্ধ ইত্যাদি ।
বালাই বয় ফাইচে ...
২৮| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫১
কাঠের খাঁচা বলেছেন: ৪ টা বছর মিরপুরে কাটাইসি পড়াশুনার জন্য। এত খাবার দোকান আছে জানতাম না।
আমার খেকো বন্ধুর অফিস মিরপুর। হবু শ্বশুর বাড়িও মিরপুর। পোস্টগুলা দিয়ে ব্যাপক উপকার করলেন ভাই। এক টন ধইন্যাপাতা
২৫ শে মে, ২০১২ রাত ৮:২০
মুফতি খার উদ্দিন বলেছেন:
হবু শশুরবাড়ি মিরপুর ?
অই মিয়া আমাগো এলাকায় বিয়া করলে কইলাম চান্দা দেওন লাগবো আই মিন, খাওয়ানো লাগবো
২৯| ২৫ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৩
দা লর্ড বলেছেন: রসায়ন আর ওয়েস্টার্ন গ্রিলরে ভালা পাই। দুটাই আমার পছন্দের।
২৫ শে মে, ২০১২ রাত ৮:২০
মুফতি খার উদ্দিন বলেছেন:
হুমমমম
৩০| ২৫ শে মে, ২০১২ রাত ৮:৩৬
আশকারি রহমান বলেছেন: এরপরের বার একলগে যামু ওক্কে ??
আমি কল্যাণপুরে থাকি
২৫ শে মে, ২০১২ রাত ৮:৫৪
মুফতি খার উদ্দিন বলেছেন:
হুমমমমমমম ।
৩১| ২৫ শে মে, ২০১২ রাত ৯:০৭
আলোর যাত্রী বলেছেন: ভাই, দই ফুচকা দোকানটার নাম কি ??
২৫ শে মে, ২০১২ রাত ৯:২১
মুফতি খার উদ্দিন বলেছেন:
শশী বললেন "জাইকা" ।
আমার ঠিক খেয়ালে আসছে না ।
তবে ওই রোডে একটাই দই ফুচকার দোকান আছে ।
রোড টা চিনছেন তো ?
৩২| ২৫ শে মে, ২০১২ রাত ৯:৪৩
স্পেলবাইন্ডার বলেছেন:
মিরপুরের সবচেয়ে বিখ্যাত খাবার হল বেনারসী পল্লীর ভিতর শওকতের কাবাব। সনি হলের উল্টোদিকে মাল্টিপ্লান সিটির নিচতলার সুপ্রিম ডিনারস এর গার্লিক চিকেন আমার কাছে অসাধারণ লাগে। এই ফাস্ট ফুড শপের প্রতিটি খাবারই চমৎকার।
২৫ শে মে, ২০১২ রাত ১০:২৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
ভাই শওকতে কাবাবের আগের ভাব টা আর আগের মতো নাই ।
আমার এখন ভালো লাগে না ।
তবে সুপ্রীম ডাইনে ইনশাল্লাহ যাবোই যাবো ।
৩৩| ২৫ শে মে, ২০১২ রাত ১০:০১
শশী । বলেছেন: হুম পল্লবী থাকি।
লেখক বলেছেন:
শশী বললেন "জাইকা" ।
আমার ঠিক খেয়ালে আসছে না ।
তবে ওই রোডে একটাই দই ফুচকার দোকান আছে ।
রোড টা চিনছেন তো ?
আমি শিউর।শুধু ঐ রোড না আমার জানা মতে এদিকে আর কোথাও দই ফুচকা পাওয়া যায়না। তবে ওদের র্সাভিস তেমন ভালোনা। ইচ্ছামত দোকান খোলে,একদিন যাবেন বলবে টকদই শেষ, আরেকদিন বলবে টকদই যে বানায় সে দেশে!!
২৫ শে মে, ২০১২ রাত ১০:১৫
মুফতি খার উদ্দিন বলেছেন:
এর মালিক যে আপুটা উনার ম্যানেজমেন্ট এ একটু গোলমাল আছে । কারন, বিজনেস যার তার মাথা থাকতে হয় সুপার ঠান্ডা। না হলে কর্মচারি ও নিম্ন-পদস্থদের কন্ট্রোল তো দূরে থাক বিজনেসের ১২ টা তারাই বাজিয়ে দিবে ।
উনার হজম শক্তিতে একটু কমতি আছে বলে আমার মনে হয়।
২৫ শে মে, ২০১২ রাত ১০:১৮
মুফতি খার উদ্দিন বলেছেন:
আর আপনি পল্লবি থাকেন!
Call Bazar(Whole Sell Super Shop) এর নাম শুনেছেন ? ইস্টার্ন হাউজিংয়ের ?
৩৪| ২৫ শে মে, ২০১২ রাত ১০:২৫
কাঠের খাঁচা বলেছেন: খেকজ।
টেকা নাই খাওয়াইতে পারতাম না
২৫ শে মে, ২০১২ রাত ১০:৫১
মুফতি খার উদ্দিন বলেছেন:
আমি খামুউউউউউউউ
৩৫| ২৫ শে মে, ২০১২ রাত ১০:৫৯
শশী । বলেছেন: লেখক বলেছেন:
এর মালিক যে আপুটা উনার ম্যানেজমেন্ট এ একটু গোলমাল আছে ।
সহমত।উনাকে আমারো কেমন জানি ভালো লাগে না! বেশী কথা বলে।
Call Bazar(Whole Sell Super Shop) এর নাম শুনেছেন ?
নাম শুনিনাই।তবে ওদিকে ডুকার পর পরই রাস্তার দুপাশে দুইটা বড় শপ আসে ওগুলার কথা বলছেন?
২৫ শে মে, ২০১২ রাত ১১:২৫
মুফতি খার উদ্দিন বলেছেন:
ছিলো তবে এখন নেই । ওইটার ওয়ান অব ওনারের মধ্যে আমি একজন । এইখানে বিজনেস তেমন একটা সুবধা করতে পারি নি। তাই এটা এখন এখান থেকে গুটিয়ে উত্তরা তে নেয়ার প্ল্যান করছি ।
৩৬| ২৬ শে মে, ২০১২ রাত ৩:৩০
কুন্তল_এ বলেছেন: আগেরগুলার মতোই সুপার্ব পোষ্ট।
২৬ শে মে, ২০১২ রাত ৩:৩৫
মুফতি খার উদ্দিন বলেছেন:
হুমমমম ...
থেংকস ।
৩৭| ২৬ শে মে, ২০১২ সকাল ১০:০৩
নাজিম রেজা বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।
রসি ভাইরে দেখলাম (১৪ নং)। আপনার বন্ধু নাকি :
২৬ শে মে, ২০১২ সকাল ১০:৪৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
হ্যা, রসি(মানে রশি ), আমার ফ্রেন্ড ।
৩৮| ২৬ শে মে, ২০১২ সকাল ১০:১৫
অন্ধ দাঁড়কাক বলেছেন: আহা! মনটাই উদাস হয়ে গেলো
২৬ শে মে, ২০১২ সকাল ১০:৪৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
কিল্লাই ভাই, উদাস হয়া গেলো কেলা ?
৩৯| ২৬ শে মে, ২০১২ দুপুর ২:২০
জাবেদ কায়সার বলেছেন: আমি মিরপুরে থাকি।আপনার মতই ভোজনরসিক।এই পোস্ট ৩টা দিয়া অনেক উপকার করলেন।শপথ নিলাম একটাও ছাড়ুমনা।
২৬ শে মে, ২০১২ বিকাল ৪:৪৫
মুফতি খার উদ্দিন বলেছেন:
আমারে ফুন দিয়া খাইতে যাইয়েন
৪০| ২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২২
মি: জন বলেছেন: খাওনে এত না ঘুরলেও সকাল বেলা মিরপুর ১নং টু বাংলাকলেজ/টেকনিক্যাল রোডে মাঝে মাঝে খুব ভাল মাছ পাই।
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৫২
মুফতি খার উদ্দিন বলেছেন:
হুমমমমমমম
৪১| ২৯ শে মে, ২০১২ রাত ১:৩২
জাবেদ কায়সার বলেছেন: ভাই ৩০ নাম্বারের নামহীন বিরিয়ানি আজকে অনেক খুজলাম।কিন্তু পাইলামনা।দোকানটার exact location টা একটু দয়া করে বলেন।
আপনার পোস্ট দেখে express cafe তে হায়দ্রাবাদি বিরিয়ানী খাইতে গেলাম।কিন্তু এখানেও কপাল মন্দ ওরা নাকি এই আইটেম এখন বন্ধ করে দিছে
২৯ শে মে, ২০১২ রাত ১:৪৭
মুফতি খার উদ্দিন বলেছেন:
খুবই দুঃসংবাদ শুনাইলেন ভাই। হায়দ্রাবাদি বিরিয়ানি কবে নাগাদ বন্ধ করলো, জিজ্ঞেস করেছিলেন?
যাই হোক, ওই বিরিয়ানির দোকান টা আপনি ৬ নাম্বার বাজার মসজিদ থেকে (মসজিদের দিকে মুখ করে দাড়ালে হাতের ডানদিকে অর্থাৎ যে দিকে মেয়েদের বাংলা স্কুল গেছে) ৫০ গজ হাটলেই আপনার হাতের ডান দিকে পরবে ।
৪২| ২৯ শে মে, ২০১২ রাত ১:৪৮
মাহবু১৫৪ বলেছেন: পুরা মারদাঙ্গা পোস্ট
২৪ তম ভাল লাগা
++++++++
২৯ শে মে, ২০১২ রাত ১:৫৩
মুফতি খার উদ্দিন বলেছেন:
ধইন্যা ।
অন্য পর্বগুলা পড়েছেন নিশ্চই ।
৪৩| ০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:২৯
বেওয়াকুফ বলেছেন: সেইরকম হইছে গুরু সালাম লন খাওনের পোস্ট আমার সবচেয়ে ফেবারিট !
০৪ ঠা জুন, ২০১২ রাত ৯:৪৮
মুফতি খার উদ্দিন বলেছেন:
তাইলে হাত মিলান ভাই ।
৪৪| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:০৭
রুদ্রপ্রতাপ বলেছেন: আপনের ওজন কতো?
০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:৪৬
মুফতি খার উদ্দিন বলেছেন:
খাওয়ার আগে না পরে ?
৪৫| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:২৮
হিবিজিবি বলেছেন: এখনই দেশে গিয়া খাইতে ইচ্ছা করতাছে!! আপনারে মাইনাস কিন্তু পোস্টে প্লাস!
০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:৪৭
মুফতি খার উদ্দিন বলেছেন:
৪৬| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:৩৪
আমিনুল ইসলাম বলেছেন: ভাই আমি মিরপুর এক-এ আছি। জলদি কইরা আপনার নাম্বার দেন। আপনাগো লগে ঘুইরাই শান্তি পামু।
০৫ ই জুন, ২০১২ সকাল ১০:২৭
মুফতি খার উদ্দিন বলেছেন:
টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন
৪৭| ০৫ ই জুন, ২০১২ সকাল ১০:৪১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কাক্কা.......আইয়া পড়ছি.......চল চল খাইতে চল.......মিরপুর আইলে অবশ্যই তোমারে মেইলে যোগাযোগ কইরা আসুম....
রসায়নরে স্যালুট....তোমারে ধইন্যা রসায়নের মহৎ উদ্যোগ জানানোর জন্য......।
০৫ ই জুন, ২০১২ সকাল ১১:৪৫
মুফতি খার উদ্দিন বলেছেন:
কুতায় আয়া ফরচেন ? আর কইই বা আসিলেন এতো দিন ?
৪৮| ০৫ ই জুন, ২০১২ দুপুর ১২:৪১
আমি ছড়াকার বলেছেন:
উলসসসসসসসস। বস মাথা খারাপ কইরা দিলেন তো।
আমি জ্ঞান হারামু, খামুই খামু, ঠেকাতে পারবেনা কেউ
০৬ ই জুন, ২০১২ রাত ১:০০
মুফতি খার উদ্দিন বলেছেন:
সব পর্ব পড়লে আরো মাথা খারাপ হয়া যাইবো ...
৪৯| ০৬ ই জুন, ২০১২ রাত ১১:০৬
হাদী নয়ন বলেছেন: ঢালের উপরে বড় মসজিদের পাসের বট,তিল্লি,চাপ,দম,হালিম অনেক খেয়েছিরে ভাই দারুন জিনিস।
১১নং বাজারের স্বর্নপট্টির ভিতরে একটা দোকান আছে ওটাই রাব্বানির প্রথম দোকান,এই দোকানের বটপুরি খুব ভাল।
আর আপনার নামহিন বিরানির দোকানটার নাম মনে হয় বিসমিল্লা হোটেল।আর বটতলার দোকান টা হলে পপুলার, আমি এই রোডেরি ছেলে কিন্তূ বিরানি খেয়ে দেখিনি এবার দেশে গেলে অবশ্যই খাবো।
০৬ ই জুন, ২০১২ রাত ১১:৪১
মুফতি খার উদ্দিন বলেছেন:
তাইলে হাত মিলান সবার আগে ।
আর কোন দেশে থাকেন? কি করছেন? চাকরি না স্টাডি?
৫০| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৪
মিলটন বলেছেন: পোষ্টটি প্রিয়াতে নিলাম। কখনও ডিলিট করেন না। তাহলে আমার সব যাবে। আর কিছুই খাওয়া হবে না।
সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৯
মুফতি খার উদ্দিন বলেছেন: ডিলিট করলে মডু করতারে। আমি করমু ক্যান?
আর আমার নাম্বার আমার ব্লগে দেয়া আছে ওটা সেইভ করে রাখলে, মিরপুরে এসে ফোন দিলে আমি আরও ডিরেকশন দিতে পারবো ইনশাল্লাহ।
৫১| ১৭ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫
নাজমুল হুদা সুমন বলেছেন: খুব ভালো লাগলো মুফতি ভাই।
আমি রসায়নের উদ্দোক্তাদের একজন।
সামু'র ব্লগারদের জন্য নিচের ক'য়েকটি লিংক...
http://www.prothom-alo.com/detail/news/272473
http://haluaghat.org/2011/04/12/roshayon/
http://www.ekmattra.org/
১৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:২২
মুফতি খার উদ্দিন বলেছেন:
ঐ মিয়া, আমি পরথমে সামুতে রসায়নের খাবারের কথা রসায়া রসায়া লিখছি।
আর আপনে কি না হুদা থ্যাংকু দিয়া শ্যাষ কইরা দিলেন???
৫২| ১৯ শে জুলাই, ২০১২ সকাল ১১:২০
অসাদুল ইসলাম বলেছেন: চেখে না দেখা ছাড়া তোঁ কোন উপায় দেখতাছি না ।
২০ শে জুলাই, ২০১২ রাত ১২:১১
মুফতি খার উদ্দিন বলেছেন:
৫৩| ০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
জিসসান বলেছেন: ওস্তাদ! এত্তো খাওন দাওনের পরেও আমি ইষ্টিল হুগনা!! এইটার রহস্য কি কন দেখি
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২
মুফতি খার উদ্দিন বলেছেন: সে এক বিরাট ইতিহাসঃ "ঘরে ছিলো না কেরোসিন..."
তবে এখন ব্লগ লেখা হয় না আর আমার কাজের, আই মিন বিজনেসেরও অনেক চাপ, তবে আমি কিন্তু এখনো আগের চেয়ে অনেক বেশি খাই।
আমার কিছু পোষ্টে আমার মোবাইল নাম্বার দেয়া আছে, একদিন কল করে চলে আসুন মিরপুর কেএফসি তে। আড্ডা মারা যাবে।
আর হ্যা, আমার এ ব্লগে কোন এক কারনে পোষ্ট করা ব্যান আছে।
৫৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০১
রুদ্র নীল বলেছেন: মিরপুরে থাকি... খাইতে ভালা পাই... তাই প্রিয় তে.
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২
মুফতি খার উদ্দিন বলেছেন: ধইন্যা।
৫৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৯
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: আই লাভ SQUIZEE......
But SQUIZEE এখন The Rocks Cafe হয়ে গেছে....
২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪
মুফতি খার উদ্দিন বলেছেন: হ, স্কুইজি অহন রক্স।
বাট, এইটারে কেমন যেনো বক্স বক্স লাগে.।
৫৬| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ৩:২৬
টুং টাং বলেছেন: ২. Nutrine :
Beef Samusa প্রতিদিন একটা/ দুইটা করে চলে।
খুবই সুস্বাদু।
৫৭| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪১
আবু বকর িসিদ্দক বলেছেন: খাইছে আমারে...এতদিন পর্যটক দ্যাখছি...যারা দ্যাস বিদাস ঘুরে...আফনে খাবার হোটেল ঘুরছেন..কি নাম দিমু আফনারে ??? তয় পুষ্ট মাসাল্লা...ব্যাফুক ইনফরমুসুন এ ভরপুর
৫৮| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ২:৩৪
টুং টাং বলেছেন:
:-
খাইতে মুঞ্চায়।
৫৯| ০৯ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪১
ডারক্জাসটিস বলেছেন: মিরপুরে ছিলাম প্রায় ১২ বছর।হুমমম..দেখা হয় নাই চক্ষু মেলিয়া..থুক্কু..টেস্ট করি নাই জীব মেলিয়া. .
৬০| ২২ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৩৯
মুদ্রাগণক বলেছেন: ভাই আমার একটা complain আছে। অই দিন রসায়ন এ হাতে লিখে বিল দিসে। আবার সাথে VAT Addকরে...
এর মানে কি?
VAT এর টাকা কি মাইরা দিল??
আমার জানা মতে VAT wit BILL দিতে হয় Computer পেপার এ .. তাই নয় কি?
৬১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
নীল আশিক আকাশ বলেছেন: ৩ পার্টের একটাতেও সুপ্রিম ডিনার্স (জি মার্ট) এর নাম পাইলাম না।
আজব!!!
৬২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
রিয়ান৯১১ বলেছেন: ভাইজান মিরপুররে কোন হোটেলে খাইতে আর বাদ রাখেন নাই। আমিও মিরপুরবাসী।
৬৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭
হতভম্ব মানুষ বলেছেন: ভাই মিরপুরের কথা যখন কইলেন তাইলে কই
মিরপুর-১ এর ফ্রেন্ডস হোটেল এন্ড রেস্টুরেন্টের কাচ্চি বিরানি খায়েন ।
৬৪| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কুনডায় যামু বুঝতাছি না.............
৬৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০১
হাতীর ডিম বলেছেন: দাওয়াত দেন
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১২ দুপুর ২:৩৭
আশকারি রহমান বলেছেন: মাম্মা আপনে পারেনও !! !!