নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিপক্ক

Like to live with Quran

অপরিপক্ক › বিস্তারিত পোস্টঃ

ইসলাম মানেই জামাত!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

গতকাল কুমিল্লার অত্যন্ত দূরবর্তী ও প্রত্তন্ত অঞ্চল শ্রীকাইলে একটা ফুট ব্রীজের সাইট নির্ধারনের কাজে গিয়েছি। সাথে ছিল ডিপ্লমা ইঞ্জনিয়ার, ঠিকাদার ও ড্রাইভার সাহেব। আমরা একটা লোকের কাছ থেকে খবর পেয়ে ওই সাইটের প্রয়জনের কথা শুনেই ওখানে গেছি। এক দোকানদার দুপুর বেলা দোকান বন্ধ করে বের হয়েছে। আমরা বললাম, ভাই, অমুক লোককে চিনেন? বলল, হ্য। অই বাড়িতে থাকে। বললাম, আপনি একটু যান না? আমরাতো চিনি না। ডেকে নিয়া আসেন।

বললঃ আমি কি আপনাদের বাসা চিনাইয়া দিলে ১০ টাকা পামু? পামু না। তাইলে কেন যামু? আপনারা ১০ টাকা পাইবেন। আপনারা যান।

অগত্যা আমার লোকরা গেলো। আমি টায়ারড বলে দোকানের সামনেই বসে ছিলাম।

এক লোক দোকানদার কে বলল, ভাই, একেবারে উচিত কথা কইছেন।



দোকানদারঃ থিকইতো ভাই।যার কাজ, হে করুগগা।



আমিঃ না ভাই। আমার একটু আপত্তি আছে। আপনি ১০ টাকা পাবেননা দেখে গেলননা। এখন আমরাতো আপনাদের সেবা করার জন্য অনেক দূর থেকে এখানে এসেছি। আমরা যদি কাজ নাও করি, ১০ টাকা না। সরকার পুরা বেতনটাই দিবে।আসলে আমাদের কাজ করা উচিত সয়াবের নিয়তে।



দোকানদারঃ কেন, আমার কি ঠেকা লাগছে?...



আমিঃ তাইলেও আমরা ব্রীজটা আপনাদের এখানে না করে, আমাদের অফিসের ধারে কাছে কোথাও করি। আমরাতো ভাবি না, যে এতো দূরে কষ্ট করে আইসা আমি বারতি কি পাবো? জানিনা আপনি মুসলিম কিনা, তবে আমরা মুসলিমরা সব কাজ সয়াবের নিয়তেই করি।



দোকানদারঃ আপনার আমারে কি মনে হয়?



আমিঃ তাতো আমি দেখে বলতে পারবো না। আমি বলতে চাচ্ছি আমাদের এতো নিজেদের সার্থ নিয়ে ভাবলে কেউ কাউকে আর সাহায্যে এগিয়া আসবে না।

দোকানদারঃ বুঝছি, বুঝছি। আপনি জামাত করেন। আমরা জামাত করি না। আমরা আওয়ামিলিগ। আমরা এত বালা না।



আমার প্রশ্ন, মুখে দাড়ি রাখলেই, আর ইসলামের কথা বললেই সবাই জামাত, জংগী হয়ে যায়?



[আর তাই আব্বা আম্মা আমাকে বলে দিছেন, পথে কাউকে কোরান হাদিসের কথা শুনাবানা। পরিস্থিতি ভালো না]

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

তোমোদাচি বলেছেন: আমি কি আপনাদের বাসা চিনাইয়া দিলে ১০ টাকা পামু? পামু না। তাইলে কেন যামু? আপনারা ১০ টাকা পাইবেন। আপনারা যান

খুব অবাক হলাম!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

আমি কেহই না বলেছেন: বুঝছি, বুঝছি। আপনি জামাত করেন।
আমরা জামাত করি না। আমরা আওয়ামিলিগ।

আমরা এত বালা না। :) :D

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

দীপ্তপন বলেছেন: পরিস্থিতি যা পরছে , মাইর যে খান নাই শুকরিয়া করেন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

নায়করাজ বলেছেন: জামাতীরা বোঝায় যে, জামাত মানেই ইসলাম। তারা বোঝায়, তারা ছাড়া ইসলাম নাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

অপরিপক্ক বলেছেন: কিন্তু আমরা যারা নিরীহ ভাবে তাবলীগ করি তাদের কি দোষ? সব কথার মাঝে জামাত টেনে আনার কি মানে? একটা সময় জেএমবি কে টেনে আনা হতো।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ..........ধর্ম ব্যাবসায়ী শিবিরের হাত থেকে তুমি দেশ ও ইসলামকে রক্ষা কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.