নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিপক্ক

Like to live with Quran

অপরিপক্ক › বিস্তারিত পোস্টঃ

রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) গৃহে একদিন- পর্ব ৩

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর গুণাবলী



আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের নিকটবর্তী। অতএব, তাঁর দরজায় অনুমতি সূচক কড়া নাড়াবো। সব খেয়াল পরিত্যাগ করে সামান্যতম দৃষ্টি রাখব ওই সমস্ত সাহাবীদের বর্ণনার দিকে যারা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তাতে যেন আমরাই তাঁকে দেখছি এবং যেন তাঁর কর্ম তৎপরতা মুবারক জীবন্ত হয়ে ফুটে উঠে।

আল-বারা ইবনে আজেব [রা] হতে বর্ণিত তিনি বলেন:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চেহারা ও সর্বোত্তম শারীরিক কাঠামোর অধিকারী ছিলেন, তিনি অতি লম্বা ছিলেন না বা খাটোও ছিলেন না।

বুখারী, হাদিস: ৩৫৪৯, মুসলিম, হাদিস: ২৩৩৭



তিনি আরও বর্ণনা করেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন, তাঁর চুল ছিল কানের লতি পর্যন্ত, আমি তাঁকে লাল চাদর পরিহিত অবস্থায় দেখেছি, তাঁর চেয়ে সুন্দর কোন কিছু আর কখনও দেখিনি।

বুখারী, হাদিস: ৩৫৫১, মুসলিম হাদিস: ২৩৩৭



আবু ইসহাক আস-সুবাইয়ি বলেন: এক ব্যক্তি বারা বিন আযেব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তলোয়ারের ন্যায় ছিল? তিনি উত্তর দিলেন, না, বরং চাঁদের ন্যায় ছিল।

বুখারী, হাদিস: ৩৫৫২



আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রেশম কাপড় ও অন্যান্য জিনিস ধরে দেখেছি, কিন্তু কোন জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে মোলায়েম বা নরম ছিল না, এবং রাসূলের শরীরের ঘ্রাণের চেয়ে উত্তম কোন ঘ্রাণ আমি কখনো পাইনি।

বুখারী, হাদিসি: ৩৫৬১ মুসলিম, হাদিস: ২৩৩০



অন্ত:পুরে পর্দায় থাকা বালিকার চেয়েও তিনি বেশী লজ্জা করতেন। তবে তিনি যদি কোন কিছু অপছন্দ করতেন তা আমরা তার মুখমণ্ডল থেকেই বুঝতে পারতাম।

বুখারী, হাদিস: ৩৫৬২



এ হল রাসূল রাদিয়াল্লাহু আনহু এর কতিপয় দৈহিক ও চারিত্রিক গুণাবলীর সংক্ষিপ্ত বর্ণনা। আর আল্লাহ তা‘আলা তাঁর দৈহিক ও চারিত্রিক উভয় প্রকারের আদর্শকে পরিপূর্ণ করেছিলেন।



[link|http://www.islamhouse.com/438771/bn/bn/books/রাসূল_[সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লামের]_গৃহে_একদিন|মূল বই]

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২

খেয়া ঘাট বলেছেন: যে নামেরই প্রেমে জাহান উথলা,
মুহাম্মদ মোস্তফা সাল্লুআলা।
বেজে দরুদ সকল মালাইকে
খোদ খোদাজে নবীজীর আশেকে।
আকাশ বাতাস গাইলো গজল
নবীর প্রেমে পাগল সকল,
হে প্রিয় নবীজী রাসুলে আলা
মুহাম্মদ মোস্তফা সাল্লুআলা।

তোমার আগমনে হে প্রিয় রাসুল
ফুটে মরুর বুকে নবীন ফুল
দূর হলো সব আঁধার কালো,
নবীর নূরে জ্বললো আলো।
সাজলো নতুন সাজে আরশে আলা
মুহাম্মদ মোস্তফা সাল্লুআলা।

আমি ঐ নামের বিরহে পুড়ি
ঐ নামেরই পাগল ভিখারি
হে প্রিয়তম নবী হযরত
যায় যে কেঁদে যায় তোমার উম্মত
তুমি মোরে নিয়ে যাও মদীনা এ বিরহবেলা
মুহাম্মদ মোস্তফা সাল্লুআলা ।

সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ ভাই।

১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩২

অপরিপক্ক বলেছেন: কবিতাটা কি কাজী নজরুলের?

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর পোষ্ট ++++++

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

মনসুর-উল-হাকিম বলেছেন: মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৩

অপরিপক্ক বলেছেন: ঐয়াকুম (আপনার উপরও)

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতে দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।।।।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

অপরিপক্ক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
পর্ব -৪ পড়ুন
পর্ব- ৪

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

শাহাদাত রুয়েট বলেছেন: ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

অপরিপক্ক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
পর্ব -৪ পড়ুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.