নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর

মোহাম্মদ ফাহাদ মোল্লা

অবসর প্রাপ্ত ছাত্র

মোহাম্মদ ফাহাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার কি শেষ প্রহর নেই?

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

এরকম জীবন এর কোন মানে নেই, এর শেষ টা হয়তো খুব তিক্ত আর বিষাদময়। অলসতায় ঘুনে ধরে গেছে রংঙীলা স্বপ্ন গুলোর বাস্তব হওয়ার আকাংক্ষা। স্বপ্ন গুলো আজ অসচ্ছ, নির্বাক কয়েদির মতো। প্রতিনিয়তই নতুন নতুন স্বপ্ন আশা দেখায়, বেঁচে থাকার আনন্দ বাড়িয়ে তুলে। নিশাচর প্রানীর মতই কাটছে দিন। বাইরের পৃথিবীর সাথে বেশ বেমানান জীবনের কালান্তর। কখনো কি আসবে সুদিন? কাটবে কি অসচ্ছলতার বেড়াজাল? সেই দিনতারিখ এর আশায় বুঝি হামাগুরি দিয়ে এগুচ্ছো বিদীর্ণ সময় এর দিনক্ষণ। অর্ধাঙ্গীনীর জন্যেই কি এ হাল? নাকি তার উপর ভর করেই অসচ্ছ স্বপ্ন গুলো বাস্তবতায় দানা বাধছে? পারে ভাংতে পারে গড়তে, কতকিছুই না পারে তারা। দরকার হ্যা অনেক কিছুই দরকার, কিন্তু সময় এর সাথে পাল্লা দিয়ে হয়তো আগেই চলে আসেনা, আসবে জানি খুব আসবে তখন হয়তো আর সাধ থাকবেনা এখন যা আছে।ধরিত্রীর এ নতুন খেলা নহে, ইহা কালের বিবর্তনে ম্লান হয়নি, এটা চলে আসছে। কেন বদলানো যায়না নিজের অবর্জনাময় আগ্রাসন কে? অনেক সরে যাচ্ছি নির্দিষ্ট বিন্দু থেকে কিছু নির্বুদ্ধিতার তর্কে। সত্যি কি নিজেকে বদলানো যায়না? কেনো যায়না? যদি যায় তাহলেই সেই কাংক্ষিত সুখ স্পর্শ করবে। ভয় কিসে? ভয় যে আমাকে অনেক পিছিয়ে দিলো, হয়তো অনেক দূর এগিয়ে জেতাম কিন্তু হলনা, হবে তখনই হবে, নাহলে এই দিন গুলোর অভিজ্ঞতার সন্ধান মিলতো না যে। অবিরাম চলবে এই নিশাচর এর ভাবনার গন্তব্যহীন কল্পকাহিনী হার মানা চিন্তার নির্ঘুম রাত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

সালেহ মতীন বলেছেন: ফাহাদ তোমাকে তুমিই বললাম যদিও চেনা জানা নেই তবু। ছাত্রত্বের সমাপ্তি লগ্নেই বিশাল ও দায়িত্বশীল কর্মক্ষেত্রে সূচনা হয়। হয়ত সে ক্ষণ বেশি দূরে নয়, জানালাটা খোল- আরেকটু খুলে দাও, ঐ যে এক টুকরা লাল মেঘ দেখতে পাচ্ছ ? ওর আড়ালেই বিশাল সূর্যটা, ওটা তোমার জন্যই কিন্তু লুকোচুরি খেলছে। তোমার সাফল্য ও কল্যাণময় ভবিষ্যত কামনা করি।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৭

মোহাম্মদ ফাহাদ মোল্লা বলেছেন: সালেহ মতিন ভাই আপনাকে ধন্যবাদজ্ঞাপন করছি, আমি অধম কে, আপনার শুভ কামনার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.