নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর

মোহাম্মদ ফাহাদ মোল্লা

অবসর প্রাপ্ত ছাত্র

মোহাম্মদ ফাহাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

হতাশায় মোড়ানো যে জীবন।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

ব্যাচেলর জীবনের সব থেকে বড় কষ্ট কি জানো ?
একা একা ভাত খাওয়া। তুমি ভাত খাচ্ছো অথচ তোমার পাশে দাড়িয়ে কথা বলার মত কেউ নেই !
কেউ তোমার জন্য না খেয়ে বসে নেই ! কেউ তোমার দিকে তাকিয়ে হাসি মুখে বলবে না " বাবা আর একটু নে " বা কেউ তোমার দিকে তাকিয়ে অসহায় সুরে বলবে না '' ঝালটা কি একটু বেশী হয়েছে ? '' সেই কণ্ঠের মিষ্টিতে হয়ত ঝালটা একটু কমে যেত। অখাদ্য মুখে নিয়ে হয়ত বলতে '' বেশ চমৎকার হয়েছে।''
বুয়ার হাতের জঘন্য রান্না ক্যোঁৎ করে যখন গিলে ফেলো তখন ভাতের সাথে কিছু দুঃখও যায় ! সেই দুঃখ, অপ্রাপ্তি পেটে না গিয়ে মস্তিষ্কে যায়।
মস্তিষ্ক তখন তোমাকে মনে করিয়ে দেয় '' কি যেন নেই ! কি যেন নেই !'' না থাকার অভিমান বড় তীব্র হয়।
সেই তীব্রতার উৎস জীর্ণতায় মোড়ানো একটা জীবন যার আধটা খেয়েছে
একাকীত্ব ...!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০

গেম চেঞ্জার বলেছেন: এই সময়টা পেরিয়ে এসেছি। জানি সে ব্যাথা। সমবেদনা জানালাম।

শুভ হোক সামুতে পথচলা।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

মোহাম্মদ ফাহাদ মোল্লা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.