নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হয়ে লিখব

Muhammad Tanvir

যুক্তির বাইরে মানতে নারাজ

Muhammad Tanvir › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম কি?

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

দেশপ্রেম কি?
মুহাম্মাদ তানভীর হাসান
.
আয়রে নবীন, আয়রে কাঁচা,
আয়রে তরুণ দল।
দেশপ্রেম কি জানব, শিখব, গড়ব মোরা চল।
.
দেশপ্রেম নয় পতাকা শোভিত শাড়ি পড়ে বিজয় দিবসে নাচ।
দেশপ্রেম নয় পহেলা বোশেখে পান্তা-ইলিশমাছ।
দেশপ্রেম নয় জাতীয় দিবসে বাহারি ওসব সাঁজ।
দেশপ্রেম নয় কাজে কর্মে হারানো জাতির লাজ।
দেশপ্রেম হল ব্যাথিত হৃদয় দেখে অসহায় আঁখিজল।
দেশপ্রেম কি জানব, শিখব, গড়ব মোরা চল।
.
লাখো কন্ঠে সোনার বাংলা গাইতে গিয়ে মাঠে,
অর্ধলক্ষ্য জাতীয় পতাকা পিষিয়ে মানুষ হাটে।
দেশপ্রেম নয় ক্রিকেট মাঠে উল্লাসে ফেটে পড়া।
দেশপ্রেম নয় রাতের আকাশে কোটি কোটি টাকা ঝরা।
দেশপ্রেম হল সচেতনতায় বাঁচানো বিজলী জল।
দেশপ্রেম কি জানব, শিখব, গড়ব মোরা চল।
.
দেশপ্রেম নয় পদের লোভে তোষামোদি ভাষণ।
দেশপ্রেম নয় লক্ষ্য হওয়া কেবলই নেতার আসন।
যিনিই বা হোক না নেতা আমার কেন লাগে গায়?
যোগ্য হলে কেন মানি না আমি আল্লাহ তা'লার রায়?
তবে জালিম হলে রাজার পথে নামবে জনতা ঢল।
দেশপ্রেম কি জানব, শিখব, গড়ব মোরা চল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.