নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বড় হয়ে লিখব

Muhammad Tanvir

যুক্তির বাইরে মানতে নারাজ

Muhammad Tanvir › বিস্তারিত পোস্টঃ

মনের ভাষা বাংলা চাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২



অনেকদিন পর ব্লগে আসলাম। এসেই কভার ফটোটা চোখে পড়ল। রাষ্ট্র ভাষা বাংলা চাই। অবচেতন মনে চিত্রিত হয়ে গেল ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয় (Dhaka Medical College)এর সামনের ১৩৫৮ সালের ৮ ফাল্গুন (21 Feb, 1952) রোজ বৃহস্পতিবারের দুপুর বেলাটি। একটি মিছিল। কারো কারো হাতে প্রাচীরপত্র। সেগুলোতে লেখা "রাষ্ট্র ভাষা বাংলা চাই"। সবার মুখে স্লোগান। সহ্য হলো না তাদের, যারা যুগের পর যুগ আমাদের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। বলল, "ফায়ার"। আর মাটিতে লুটিয়ে পড়ল আমার ভাইয়েরা। রফিক, জব্বার, শফিউর, বরকত, সালামসহ আরো নাম না জানা কতজন! আজ আমরা বছরে একদিন বলি, আমরা নাকি আমাদের ভাইয়ের রক্তে রাঙানো দিনটার কথা ভুলতে পারি না। অথচ সেই দিনটা বাংলা কত তারিখ তাও জানি না। কি ডাবল স্ট্যান্ডবাজি!

বাংলা মাসের ঐ একটা দিনই আমাদের মনে থাকে। ঐদিন বৈশাখী শাড়ি আর পাঞ্জাবি পড়ে দেশপ্রেম জাহির করা যায়। ভিনদেশী শকুনদের চড়রা আবার কুসংস্কারাচ্ছন্ন মঙ্গল শোভাযাত্রা আবিষ্কার করে মানুষের বিশ্বাসে ভূতপ্রেতের বীজ বপন করার সুযোগ নিতে ছাড়ে না। যাক সেসব কথা। বলছিলাম রাষ্ট্রভাষা বাংলার কথা। রাষ্ট্র ভাষা বাংলার বয়স হয়েছে ৬৬ বছর। তাই এই স্লোগানের আর প্রয়োজন নাই। বরং অফিস আদালতের বাংলা বুঝতে গিয়ে এখনকার বাঙালিদের দাত ভাঙ্গার উপক্রম। তাই বাঙালিকে এখন বাংলা শেখানোর প্রয়োজন দেখা দিয়েছে। একটু শুদ্ধ বাংলায় কথা বলতে এখন সংকোচ বোধ করতে হয়। কেননা মাঝে মাঝে ইংরেজি না বললে এখন আর কেউ কথা শুনে আনন্দ পায় না। কোনো ভাষার প্রতি বিদ্বেশ নাই ভাই। কিন্তু যদি অপরের ভাষার গোলামিই করতে হয় তাহলে কি দরকার বছরে একদিন শহীদ মিনারে ফুল দিয়ে লোক দেখানো দেশপ্রেম প্রদর্শন করার।

অনেক কথা মনে আসছে কিন্তু এত বলা সম্ভব না। কাল একটা অন্তঃবর্তীকালীন (Mid-term) পরীক্ষা আছে। এত কথার মূল কথা হলোঃ আমাদের রাষ্ট্র যদি মনে করেন বাংলা ভাষা বর্তমান পৃথিবীতে চলার জন্য যথেষ্ট নয়, তাহলে ইংরেজিকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে এমনভাবে প্রতিষ্ঠিত করা হোক যেন তা দিয়ে সারা বিশ্বে মাথা উচু করে চলা যায়। অনার্স-মাস্টার্স করার পর উচ্চশিক্ষার জন্য IELTS, TOEFL নিতে যেন ব্রিটিশদের পিছনে ঘুরতে না হয়। নতুবা দেশের মানুষের সাথে শুদ্ধ বাংলায় কথোপনের অধিকার চাই। মুখের ভাষা বাংলা চাই। মনের ভাষা বাংলা চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.