নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখতার বাবলু

আমি মুখতার বাবলু। বাঁধভাঙ্গা উচ্ছাসে স্বপ্নগুলো ছড়িয়ে দিতে চাই নীল আকাশের প্রান্তরে।

মুখতার বাবলু › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলামের ১৩ দফা নিয়ে বিভ্রান্তি

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি নিয়ে নাস্তিক ও বাম ঘরানার লোকেরা তো ঘোর বিরোধী, আওয়ামী লীগেরও আপত্তি আছে, সাধারণ জনগণের অনেকের মধ্যে রয়েছে ব্যাপক বিভ্রান্তি ।অনেকেই জানেনা কি আছে ১৩ দফা দাবির মধ্যে ।





ইসলামবিরোধী এবং ক্ষমতালোভী একটি চক্র এই ১৩ দফা দাবি নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে । তাই এই ১৩ দফা দাবির প্রত্যেকটি দাবির যৌক্তিকতা নিয়ে ধারাবাহিকভাবে পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

রানার ব্লগ বলেছেন: ধর্ম ভিত্তিক রাজনীতি বিরধি হলে যে ধর্ম বিরধি হয় এই প্রথম শুনলাম, কিছু বক ধার্মিক আছে জারা খনে খনে ভগ্নাংশ হাদিস উল্লেখ করে নিজেকে অনেক বর সুফি সাধক বলে চালিয়ে দেয়, এদের মত আধা অশিক্ষিত নিজের আলেম কামেল মওলানা উপাদি দিয়া হেফাজতি জামাত গঠন করছে (ফাকিস্তানি মদদ), এখন দেখা যাচ্ছে যে কিছু ফাকিস্তানি দালাল, আছে তারা জার পর নাই আনন্দিত হয়ে উঠে পরে লাগছে এই ধান্দা বাজি টা কে সক্ত ভিত দেয়ার জন্য, আসুন এই সব আজাইরা আবুল কাবুল বক ধার্মিক, শুইনা মওলানা দের প্রতিহত করি .

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

সরদার হারুন বলেছেন: যারা মাতৃভাষায় লিখতে পড়তে পারেনা তারা আরবি ভাষার কি বুঝবে ?তবুও মানুষ তাদের ভক্তি
করে অথচ তাদের এই রূপ !

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

শোয়াইব আহেমদ বলেছেন: কোন লাভ নাই যারা অপপ্রচার করছে তারা জেনে শুনেই অপপ্রচার করছে। জেগে থেকেও যারা ঘুমানোর ভান করে তাদের ঘুম ভাঙ্গানো সাধ্য কারো নাই।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

মুখতার বাবলু বলেছেন: @ রানার ব্লগ, চোরকে চোর বললেও চোরে বলে তুইও চোর । অযৌক্তিক তর্ক না করে যৌক্তিক কমেন্ট করবেন । শুনেছি যারা নাস্তিকতায় বিশ্বাসী তারা নাকি বেশ যুক্তিবাদী হয় । নাস্তিকতা প্রছন্দ না করলেও যুক্তিবাদীদের প্রছন্দ করি ।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

রানার ব্লগ বলেছেন: মুখতার বাবলু @ একদা নুরা চুরা নামে এক কূখ্যাত চুরা খাদে পরিয়াছিলো। খাদে পরিয়াই সে চিৎকার জুরিয়া দিলো - ইসলাম বাঁচাও, ইসলাম বাঁচাও, আমাকে টানিয়া তুলো। চারিদিক হইতে লোকেরা ছুটিয়া আসিয়া দড়ি ফালাইয়া নুরা চুরাকে টানিয়া তুলিলো। তুলিবার পরে নুরা চুরাকে দেখিয়া লোকেরা হাহাকার করিয়া উঠিলো, সুধাইলো এই ব্যাটা চুর, তোর সাথে ইসলামের কি সম্পর্ক? নুরা চুরা কহিলো- আমার নাম নুরুল ইসলাম। চুরাকে বাঁচাও বলিলে তো কেহই আসিতোনা, তাই ইসলাম বাঁচাও বলিয়া ডাক পারিয়াছি।

রাজাকারকে, যুদ্ধাপরাধীকে, জামাতকে বাঁচাইতে হইবে এই ডাক পারিলে কেহই রাজাকারকে ফাঁসির দড়ি থেইকা বাঁচাইতে আসিবেনা। এই কারনে আজকে দেশে ইসলাম বাঁচাইবার রব উঠিয়াছে, এই রবে জামাতের রাজাকারের বাঁচিয়া যাইবার স্বপ্ন দেখিতেছে, উহাদের যুক্তি হইতেছে যে যেহেতু উহাদের নাম 'জামাত ইসলাম' তাই উহারা জামাতের বিপদে 'ইসলাম বাঁচাও' রব তুলিবার অধিকার রাখে।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

মুখতার বাবলু বলেছেন: @রানার ব্লগ, ভাই একটু বিবেক খাটিয়ে যুক্তি দিয়েন । এইরকম গল্পতো অনেকই বানানো যায়, তাছাড়া গল্পের বিষয়বস্তু অনুসারে জামাত যদি নিজেদের বাঁচাতে সেরকম কৌশল গ্রহণ করে থাকে সেটা জামাতের ব্যাপার, সেটার জন্য তো ইসলাম দায়ী নয় । জামাতের যুদ্ধাপরাধীদের বিচার চাইবেন, চাইতে পারেন । কিন্তু এর জন্য আপনি আল্লাহ রাসূলকে কটাক্ষ করে গাঁজাখোরী গল্প বানাবেন কেন ? আসলে আপনাদের উদ্দ্যেশ্য জামাতে ইসলাম না কি ইসলাম এদেশের জনগণের তা বুঝতে আর বাঁকি নাই, তবে জনগণের ভাষা আপনাদের বুঝতে বাঁকি আছে, অচিরেই তা বুঝতে পারবেন, বেশিদিন আর বাঁকি নেই ।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

রানার ব্লগ বলেছেন: মুখতার বাবলু @ জানতাম এক লাইন বেশি বুজবেন জামাতু ছাগল যে,, শুধু জামাতের যুদ্ধ অপরাধি না ধর্ম ব্যাবসায়ি দের ও বিচার হবে এই বাংলা মাটিতে, আর জামাত শিবির চিরতরে নিষিদ্ধ হবে তাও এই বাংলার মাটিতে, জতই হেফাজতি জামাত নামান আর কিছু আধা অশিক্ষিত বুরা বলদ রাস্তায় নামান কাজ হবে না, জামাতকে কেউ বাচাতে পারবে না। আর দয়া করে এক লাইন বেশি বুজবেন না, বেশি বোঝা ভাল না আর ইসলাম বা ধর্ম নিয়া বারা বারি তো একদমি ভাল না, যা আপনাদের মত মূর্খ পাদা করতেছেন।

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১২

মুখতার বাবলু বলেছেন: @ রানার ব্লগ, আর কিছু বলার রইল না । শুধু এতটুকু বলব, তর্ক করা যায় তার্কিকের সাথে, কোন ছাগলের সাথে নয় । তাই আপাতত বিরত থাকলাম ।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

রানার ব্লগ বলেছেন: মুখতার বাবলু @ উপায় নাই তো চুপ মেরে, শরিল থেকে যে আপনার কাচ্চির গন্ধ পাচ্ছি, আর জামাত শিবির দের প্রধান লক্ষন হোল ওরা তর্ক করতে করতে তার্কিকের সার্টের বোতাম খুলে প্যান্টের চেইনের দিকি যায়, প্রথমিক ইন্তেন্সেন ই তো খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.