নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখতার বাবলু

আমি মুখতার বাবলু। বাঁধভাঙ্গা উচ্ছাসে স্বপ্নগুলো ছড়িয়ে দিতে চাই নীল আকাশের প্রান্তরে।

মুখতার বাবলু › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের প্রত্যাশা

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

আজ বাংলা শুভ নববর্ষ ১৪২০ সাল, বন্ধুদেরকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা । দেখতে দেখতে আরো একটি বছর বিদায় নিয়ে গেল আমাদের কাছ থেকে । কিন্তু প্রাপ্তির খাতায় হিসাব মেলাতে গেলে দেখতে পাই অনেক কিছুই অপ্রাপ্তি রয়ে যায় আমাদের ।



এভাবে শুধু একটি বছর নয়, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন বিদায় নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে । প্রতি বছর এমনিভাবে পুরাতন বছরের বিদায়ের মধ্য দিয়ে নতুন একটি বছরের আগমন ঘটে। আর নতুন বছরটিকে স্বাগত জানাতে আমরা ব্যস্ত হয়ে পড়ি নানারকম আয়োজনে, উত্‍সবের ধুম পড়ে যায় চতুর্দিকে । নতুন বছরকে ঘিরে গ্রহণ করি নানারকম পরিকল্পনা, নতুন সাজে সেজেগুজে ঘুরে বেড়াই চতুর্দিকে নতুনের বার্তা ছড়িয়ে দিতে ।



আর এই বার্তার আড়ালে নববর্ষও যে আমাদের নতুনভাবে পুরাতন এক বার্তা দিয়ে যায় তা আমরা অনেকেই সচেতন বা অবচেতনভাবে এড়িয়ে যাই । কিন্তু এই বার্তাটাই যে জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা তা আমরা খেয়ালই করিনা । আর তা হচ্ছে নতুন একটি বছর আগমনের সাথে সাথে আমাদের জীবন থেকেও পুরাতন একটি বছর বিদায় নিয়েছে, অর্থাত্‍ সম্পূর্ণ নতুন একটি বছর আমাদের মাঝে এলেও আমরা কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে ফেলেছি পুরাতন একটি বছর যা কিন্তু আর কখনও আমাদের মাঝে ফিরে আসবে না । সেই সাথে আমাদের জীবনের মেয়াদও কমে গেল এক বছর ।



বিদায়ী বছরের এই বার্তা নতুন বছরের জন্য একটি ইঙ্গিত দিয়ে যায় এই বলে যে, তোমার জীবন থেকে তো একটি বছর হারিয়ে ফেললে, এখন নতুন বছরের জন্য কি পরিকল্পনা করবে করে নাও, ঘড়ির কাঁটা ঘুরতেছে, সময় কিন্তু আর বেশি বাঁকি নেই।



কিন্তু দুঃখজনক ব্যাপার হল এই দিনটাতে আমরা অর্থনীতির হালখাতার দেনা পাওনা নিয়ে ব্যস্ত থাকলেও জীবনের হালখাতার হিসাব নিয়ে থাকি সম্পূর্ণরুপে উদাসীন । নববর্ষের নতুন দিনে নানারকম সাজগোজ নিয়ে বের হলেও জীবনকে সাজানোর পরিকল্পনা নিতে ভূলে যাই সম্পূর্ণরুপে । অথচ নববর্ষের এই নতুন দিনে আমাদের সবারই জীবনের হালখাতার হিসাব নিয়ে বসা উচিত ।



বিদায়ী বছরে আমাদের কি কি ব্যর্থতা ছিল । নতুন বছরে এইসব ব্যর্থতা কিভাবে দূর করা যায়, নতুন বছরে দেশ, জাতি ও বিশ্বের জন্য আমি কিভাবে অবদান রাখতে পারি, আমার জীবন থেকে যে একটি বছর হারিয়ে গেল, নতুন একটি বছর আসল এতে আমার করণীয় কি হতে পারে, প্রতিমুহুর্তে এক এক করে পার হয়ে যাওয়া সময়গুলোকে আমি সঠিকভাবে কাজে লাগাতে পারছি কিনা, একজন দেশপ্রেমিক নাগরিক এবং একজন মুসলিম হিসাবে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া প্রত্যেকটি মুহুর্ত আমার কাছে কি দাবী করে এইসব বিষয় নিয়ে পরিকল্পনায় বসার কথা ছিল আমাদের।



অথচ আমরা তা না করে যথারীতি স্রোতের প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছি, একটিবারও চিন্তা করে দেখিনা এই স্রোত আমাদেরকে কোন মোহনায় নিয়ে ভিড়াবে । তাই বন্ধুদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আহবান জানাচ্ছি তারা যেন স্রোতের প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে স্রোতের গতিপ্রকৃতি বোঝার চেষ্টা করে তার আসল গন্তব্যে ফিরে আসে এবং একজন মুসলিম হিসাবে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে নতুন একটি বছর আমাদের কাছে যেমনটি প্রত্যাশা করে নববর্ষের নতুন এই দিনটিতে সেই অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

মুখতার বাবলু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.