নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
ভুল ভেবো না।
হতে পারিনি কেউ সাধারণে অসাধারণ
পাখিদেরও জানাতে পারিনি আমি কবিতা লিখি
অতিসাধারণ।
তোমাকে সেদিন দেখেছি অশ্রু মুছে ছিলে সন্তর্পণে
পাছে আমি জেনে গেলে
দায় সব কাঁধে তুলে নেব
যেভাবে মুসল্লির দায়িত্ব নেয় ইমাম।
ভুল ভেবো না।
আমি ক্ষমা চাইতে পারিনি
লজ্জায় ভীতু ছিলাম।
©somewhere in net ltd.