নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
দিনের আকাশ, রাইতের আকাশের ফারাক যে বুঝিনা এইটার কারণ কইতে পারেন?
কারণ খোঁজার লাইগা কি কোনো সত্যান্বেষী ভাড়া করা লাগবো? যেমন ধরেন বোমক্যাশ বা ফেলুদা?
নাকি হুদাই টাকা গচ্চা?
আমার কি অসুখ ধরছে যেটার কোনো রক্ষা নাই?
নাকি আমি ঘড়ির এনালগ ডিজিটালের প্যাঁচে পড়ছি? হইবার তো কথা না! আমি তো দুই রকমের ঘড়ি হাতে লাগাই।
আকাশের তারা দেখি না এখন। মনে হয়.....আমার তারা দেখার মতো বোধ বুদ্ধি লোপ পাইছে। ইদানীং খাওনের পুষ্টিগুণ নাই!
বিষয়টা কি হইতে পারে? আন্দাজ করেন তো দেখি.....
মনে পড়ছে, আমি তো চোখের সামনে কালা চশমা পইড়া ঘুরি!
হা হা হা....দেখেন কারবার!
দোষ তো দেখি আমার!
©somewhere in net ltd.