নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
আজান হয়, পাল্লা দিয়ে শেষ হয় ওয়াক্ত
আমার উঠে অজু করা হয় না
শুধু খেই হারিয়ে বসে থাকা
যেমন মনিবের দড়ি ছেঁড়া পাগলা গাধা জঙ্গলে ঘুরে বেড়ায়।
জীবনের হিসেব চলে সারাদিন পাশে অন্যমনস্কে করা কাজা নামাজের হিসেব; মিলে যায়; মিলে না জীবন।
আমিও তওবা করি রোজ ভালো হবো, প্রতিজ্ঞা ভেঙে যায় টিকেনি কোনো দিন।
জুম্মার নামাজে খতিবের ভাষণে শাস্তির কথা শুনে ভয় হয়— আমি করছি কি! চলে যাচ্ছে জীবন ব্যর্থ প্রেমিকার মত থেকে যাবে বলেও যে থাকেনি। আজও তওবার বাণী মুখে নিয়ে ভবঘুরে হয়ে দিশাহীন তারা দেখি চোখে৷
এখনো আজান হয়, পাল্লা দিয়ে শেষ হয় ওয়াক্ত
আমার এখনো উঠে অজু করা হয় না
জানি শীঘ্রই মারা যাবো।
খোদা দেখে রেখো আমিও ফিরতে চেয়েছিলাম প্রতিদিন।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২২ রাত ১২:১৬
পোড়া বেগুন বলেছেন:
ভুল মেনে নেয়াই বুদ্ধিমানের পরিচয়।