নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
২.
জীবন যদি হতো ছোটগল্পের ইতি টানা
আছি না নেই তা সকলের জানতে মানা।
৬.
থেমে যায় না সব থমকে গিয়ে
যেভাবে মানুষ থামে আয়ু গড়ালে।
৮.
দূরে, অজপাড়াগাঁয়ে সুর ভাসে
আজান দেয় পাড়ার ইমাম;
সেই সুরে ধ্বনি নয়, নূর উড়ে আসে।
১০.
কিসে মুক্তি? কিসে বেঁচে রয়?
তা কি প্রভূর প্রতি বিশ্বাস নয়?
১৮.
ছুটির দিনে সবাই চলে গেছে,
শুধু
ঐ এতিম শিশুটি হেফজখানায় রয়ে গেছে।
২০.
রাস্তায় ফুল ঝরে পড়েছিল। আমার পায়ের তলায় পিষেছে।
কে যেন আমার নামেই ফুল হত্যার মামলা দিয়েছে।
৩৫.
মিছিলে মিছিলে স্লোগান চলে রক্ত গরম থ্রেট,
মিছিল শেষে সুর বদলায়; সব শালারা হিপোক্রেট।
৩৭.
এক কাপ চায়ে দু'চামচ চিনি,
দুধের অভাবেই লাল রঙা পানি।
২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: ভালোই।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩১
নীলসাধু বলেছেন: বেশ কিছু পংক্তি খুব ভালো লাগলো।
চমৎকার।
এমন যদি অনেক লেখা থাকে তবে একে একটি ধারায় রেখে পোষ্ট করতে পারেন। বা ছন্দ বা মাত্রা অনুযায়ী। অথবা স্তবক অনুযায়ী - যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে করে পাঠকদের জন্য আপনার লেখনীর সাথে যুক্ততা বাড়বে, তারা সহজে লেখার সাথে যেতে পারবে।
ধন্যবাদ।