নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।
কবিতা পড়ে দেখলে না
যদি মুগ্ধ হয়ে ডুবে যাও সেই ভয়ে?
বলতে হবে না— বুঝে নিয়েছি!
কবি হতে পারি নি আমি তাই বলে কবিতা পড়া যাবে না? খোদা তো মুনাফেকদেরও নামাজ পড়তে দেন।
১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬
মুনাওয়ার সিফাত বলেছেন: এই লাইনেই মূলভাবটা ফুটিয়ে এনেছি৷
২| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৫৮
Naznin71 বলেছেন: ভালো কবিতা লিখেন সবাই পড়বে। বিজয় উপলক্ষে একটা কবিতা পোস্ট করবেন নিশ্চই।
১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭
মুনাওয়ার সিফাত বলেছেন: আমি আজে বাজে লিখি না। আর কাকে উদ্দেশ্য করে বলেছি সেটাও দেখার বিষয়।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: বাহ!!
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ক্ষুদ্র কবিতা, সাবলীল, সুগঠিত। কিন্তু 'খোদা তো মুনাফেকদেরও নামাজ পড়তে দেন।' কথাটা কবিতাটার মান একেবারেই ক্ষুণ্ণ করে দিয়েছে বলে আমার মত। এ কথাটা বদলে অন্য আঙ্গিকে লেখা যেতে পারতো। বা এ অংস না থাকলেই কী হতো?