নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখালিখি নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আমার ভাব টুকু সহজে বুঝুক সকলে, এটাই চাই। প্রশংসা, সমালোচনা দুই বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল। ফেসবুকে আমাকে পেতেঃ https://www.facebook.com/thinker.sifat

মুনাওয়ার সিফাত

এখনো ছাত্র। শিখছি প্রতিদিন। লিখতে পছন্দ করি।

মুনাওয়ার সিফাত › বিস্তারিত পোস্টঃ

মনঃভ্রান্তি

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৮

মনঃভ্রান্তি


মহাকালের গর্ভে নিজেকে আবিষ্কার করতে চাই। অস্তিত্বের প্রশ্নে টিকে থাকা কেন দায় সৃষ্টিকর্তাকে প্রশ্ন করি।
এখানেই কেন নামতে হবে?
ধার্মিক লোকটিকেও দেখি নর্দমায় নেমে গেছে নাপাকির ভয় না রেখে পাজামা হাঁটুর উপর তুলা হয়েছে ইতোমধ্যে।
তিনিও সেদিন বলে গেছেন "এই জীবনের মাছির ডানার মূল্য নাই, বুঝলা ছোট?"
আমিও ভাবি কিসের পিছে দৌড়াই যে জীবনের মূল্যই নাই।
রিজিকের লাগি বুঝি এত দৌড়ান লাগে? আমি তো এই দৌড়ে রিজিক দেখি না; দেখি লোভ; সম্মানের টাকার, ক্ষমতার, বদলার, জেদের। আমি দেখি নিয়তের উল্টা সংজ্ঞা।

ভাবলাম মসজিদে আর ঘরে জীবন কাটাইয়া দিই—শয়তানের দুষ্ট বুদ্ধি বলে "হাদিসে আছে নামাজের পর রিজিকের তালাশ করতে"। আমি তারে পালটা উত্তর দিই " আসহাবে কাহাফ"। "কিন্তু তোর ঈমান দুর্বল" —দমে যাই।
এভাবে দমে যেতে যেতে হারিয়ে যাই মহাকালে;
আমার আবিষ্কার হয় কিন্তু
আমি নাই, নাই আমার আমিত্বের সত্তা।
হারিয়ে যাই অনিশ্চয়তায়—
উদাত্ত প্রশ্ন করি কেউ তো উদ্ধার করবে
আমি নিজেই জানি উদ্ধার করার মালিক খোদা ছাড়া কেউ তো নাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০৪

আমি সাজিদ বলেছেন: আমাদের উদ্ধার করার মালিক খোদা ছাড়া কেউ নাই।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৫

মুনাওয়ার সিফাত বলেছেন: জ্বী, এটাই বাস্তবতা।

২| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় শেষে বিলিন হওয়া ছাড়া আর কিছুই অর্জন করা গেলো না। চমৎকার লিখেছেন।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৬

মুনাওয়ার সিফাত বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: যদি মাছির ডানার বরাবর মূল্য থাকতো পৃথিবীর তবে অবিশ্বাসি কেউ এক ঢুক পানিও পান করতে পারতো না।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.