নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বণিক বার্তার মাধ্যমেই প্রথম জানতে পারলাম Confession of an Economic Hit Man বইটির কথা। মূল বইটি সংগ্রহ করতে বেশিক্ষণ লাগলো না। বইটিতে জন পারকিন্স বলেছেন, গরিব দেশগুলোকে বিশ্বব্যাংকের ঋণ গেলাতে শক্তিশালী দালাল চক্র কাজ করে। ওরা লোভ দেখায়, ঘুষ দেয়, যুদ্ধ বাধায়, এমনকি খুনও করে! থাকে শক্তিশালী দেশ ও সংস্থার নানা চক্রান্ত। বোঝা গেল কেন হাজারও বিতর্ক থাকার পরেও বাংলাদেশের কিছু লোক বিশ্ব ব্যাংক-আইএমএফ’র ঋণের পক্ষে আদাজল খেয়ে সাফাই গাইতে নামে! লেখক ২০০৬ সালে যা বলেছিলেন তাও হুবহু মিলে যাচ্ছে এই সময়ে এসে। তিনি বলেছিলেন, ধনী দেশগুলো কিছু গরিব দেশের ঋণ মওকুফ করবে, শর্ত থাকবে সেই দেশগুলো তাদের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন সেবাখাত বেসরকারি কোম্পানিগুলোর হাতে ছেড়ে দেবে। ভর্তুকি কমাবে। বাংলাদেশসহ অনেক দেশেই এর সত্যতা মিলছে। আমাদের নীতি নির্ধারকরা কবে বেরুবেন এই জাল থেকে?
২১ শে মে, ২০১৪ সকাল ১০:০০
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: ধন্যবাদ অরণ্যতা। সত্যি কথা বলেছেন। কমেন্ট করবে তো পরে, খুব কম লোকই পড়ে ভাল পোস্ট!
২| ২১ শে মে, ২০১৪ রাত ১২:১২
অরণ্যতা বলেছেন: ভাল পোষ্টে কমেন্ট করে না কেউ
৩| ২১ শে মে, ২০১৪ রাত ১২:৪২
নিয়ামুল ইসলাম বলেছেন: ওরা যেরকম আচরণ করলো, এই জন্যই সত্যি বলছি কোন রাজনইতিক কারনে না, আমার মনে হচ্ছিলো যে ওদের কাছ থেকে কি আমরা ভিক্ষা নিচ্ছি নাকি???
২১ শে মে, ২০১৪ সকাল ১০:০১
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪ রাত ১২:১২
অরণ্যতা বলেছেন: ভাল পোষ্টে কমেন্ট করে না কেউ