নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর্জেন্টাইন গবেষকদের বক্তব্য সঠিক হলে সেটা কিন্তু আমাদের জন্যও আতঙ্কের! সতর্ক হতে হবে এখনি। তাঁরা বলছেন, অস্বাভাবিকভাবে ছোট মাথা নিয়ে ব্রাজিলে শিশু জন্ম নেয়ার যে অবস্থা তৈরি হয়েছে, এর জন্যও জিকা ভাইরাসকে দায়ী করা হলেও আসলে এর জন্য দায়ী Monsanto এর সহযোগী একটি প্রতিষ্ঠান। পানি থেকে মশা তাড়ানোর জন্য ব্রাজিলের সরকার তাদের কাছ থেকে এক ধরনের লারভিসাইড নিয়ে সেটা ব্যাবহার করেছিল। যে প্রদেশে এটা সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়েছিল, সেখানেই এই সমস্যা প্রকট। পাশের দেশ কলম্বিয়াতে জিকা ভাইরাস দেখা দিলে সেখানে এই সমস্যা এত প্রকটভাবে দেখা দিচ্ছে না। এই লারবিসাইড ব্যাবহার করে মশার বংশবৃদ্ধি ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। এটি এমন একটি কীটনাশক যা মশার স্বাভাবিক বংশ বৃদ্ধি ব্যাহত করে। আমাদের জন্যও এটা আতঙ্কের, কারণ এই মনসানতোরই প্ররোচনায় এবং পৃষ্ঠপোষকতায় জিএমও নামের বীজ বাংলাদেশে আসছে, যেগুলোর সঙ্গে আসবে নানা নামের পেস্টিসাইড, হারবিসাইড ইত্যাদি বিষ! এগুলোতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে, এ থেকে কিছুটা হলেও তা টের পাওয়া যায়। এই সংক্রান্ত একটা রিপোর্ট পাওয়া যাবে এখানেঃ view this link
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অন্তত লিংক দেওয়া রিপোর্ট তো তাই বলে!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
আবাব বলেছেন: মনসানটো, সারা দুনিয়াতেই আসতেছে। কয়দিন আগের প্যাসিফিক চুক্তিতে ঐসব দেশের বায়োলজিক্যাল ইনহেরিটেড রি-প্রোডাকশন আইন করে কয়দিন পরে বন্ধ করে দেয়া হবে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
অগ্নি সারথি বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
বিজন রয় বলেছেন: তাই নাকি?