![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ানমারকে চাপে ফেলতে আন্তর্জাতিক মিডিয়ার সহায়ক ভূমিকাটা খুব দরকার। Time এই পর্যন্ত বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। Economist-এ এর আগে ছোট খাট কয়েকটা প্রতিবেদন চোখে পড়লেও, অক্টোবর ২১- অক্টোবর ২৭ সংখ্যায় এশিয়া সেকশনে রোহিঙ্গা view this link অনেক ভাল লিখলেও, শেষ প্যারায় যথারীতি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য! এর আগেও দেখেছি, পত্রিকাটি এই কাজ করেছে। প্রতিবেদনে Economist লিখেছে, বাংলাদেশের আমলাতন্ত্র, যারা এনজিওদের কি করা যাবে, আর কি করা যাবে না ঠিক করে দিচ্ছে, তারা আসলে কোন সাহায্য করছে না! অনলাইনে ভার্সনে মন্তব্য করেছি, একতা প্রতিক্রিয়াও পাঠিয়েছি সম্পাদক বরাবর, সঙ্গে দিয়েছি সরকার কি করছে তার কিছু তথ্য। দেখা যাক
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ইকনোমিষ্ট বিশ্বের অনেক লোকজন পড়ে, ভালো হলো, রোহিংগা সমস্যা মানুষের কাছে পৌঁচেছে।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো কাজ করেছেন তো ! আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৮
বিলুনী বলেছেন: Economist কে দিয়ে এহেন কাজ আগেও অনেক করানো হয়েছে । এটি দিন দিন এর সুনাম নষ্ট করছে নীজেই । এখন ডিজিটাল যুগে Economist এর অনেক আগেই দুনিয়ার তাবত সংবাদ সকলেই পেয়ে যায় যার যার মাতৃভাষাতেই ।
Economist এর পন্ডিত কলামিষ্টদের থেকে বিভিন্ন ব্লগের লেখকরাই বেশী পান্ডিত্য দেখাচ্ছে জগত জুরে ।