নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

এক ডিলে দুই পাখি! থাই কৌশল!!

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬

থাইল্যান্ডের মৎস্যখাতে উন্নয়নে প্রতিবেশী দেশ থেকে আসা নিবন্ধনহীন মৎস্য শ্রমিকদের গুরুত্বর্পূণ ভূমিকার সঙ্গে পরিচিত করতে আজ আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো ব্যাংকক থেকে ১৮৫ কিমি দূরের একটি জায়গায়। এলাকাটি রেয়ং প্রদেশে সমূদ্র তীরবর্তী একটি এলাকা।

জানলাম, থাইল্যান্ডে মৎস্যখাত অর্থনীতিতে গুরুত্বর্পুণ অবদান রাখছে, কিন্তু এখানে আছে মৎস্য শ্রমিকের সংকট। আবার পার্শ্ববর্তী কম্বোডিয়া, লাওস, মায়ানমার আর ভিয়েতনাম থেকে এষানকার জেলে ও মৎস্যশ্রমিকদের আয় বেশি। এখানে তাই কাজ করতে ঐসব দেশ থেকে আসেন অনেকে, আর নৌকা মালিকরাও এসব অভিবাসীদেরকে নিয়োগ দেন। অবৈধ হলেও তারা কাজ করে বেশ ভালই আয় করেন। থাই সরকার বিভিন্ন সময় এ দেশে আসা প্রতিবেশী নাগরিকদের একটি ব্যবস্থার আওতায় নিয়ে আসে । নিবন্ধন শেষে এদেরকে মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অনুমোদন প্রদান করা হয়।

আমরা যে এলাকায় গিয়েছি সেখানে আছে কম্বোডিয়া থেকে এখানে আশ্রয় নেওয়া প্রায় ৫৬ হাজার মানুষ। ছবিটা তাদের বাসস্থানের। নিয়োগকর্তা জায়গা দিয়েছে, সেখানেই তারা ভাড়ার বিনিময়ে থাকে। ঘরবাড়ি, মোটর সাইকেল দেখেই বোঝা যায় যে এদের আয় রোজগার বেশ ভাল। খোঁজ নিয়ে জানলাম, একজনের দৈনিক আয় বাংলাদেশী টাকায় প্রায় ১ হাজার টাকা। এতে করে থাইল্যান্ড এক ডিলে দুই পাখি মারলো বলা যায়! একদিকে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দিয়ে বিশ্বজুড়ে কৃতিত্ব নিচ্ছে, অন্যদিকে নিজের মৎস্যখাতের উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি ওখানে কি উপলক্ষ্যে গিয়েছেন?

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: মৎস্য খাতের উপর আঞ্চলিক একটি সম্মেলনে যোগ দিতে এসেছি

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একই লেখা দুবার পেষ্ট হয়েছে,
পড়ার সুবিধার্থে এডিট করুন
....................................................
.খোঁজ নিয়ে জানলাম, একজনের দৈনিক আয় বাংলাদেশী টাকায় প্রায ১ হাজার টাকা।
তাহলে কি বলতে চান এখানে আমাদের কিছু মৎসজীবির কাজের ব্যবস্হা হবে ???

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ। এডিট করে দিলাম। না, বাংলাদেশীদের আর সুযোগ নাই, কারণ এই সুবিধা এখন বন্ধ আছে!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লাগলো। এরকম পোষ্ট আরো দিন। প্লীজ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

মুনিরেভ সুপ্রকাশ বলেছেন: অনেক ধন্যবাদ! কোন কিছু পোস্ট করে আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করি, আপনার প্রতি কৃতজ্ঞতা

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশেও চাদপুরের একজন সাধারন ইলিশ জেলের দৈনিক আয় বাংলাদেশী টাকায় প্রায ১ হাজার টাকার মতই। বেশীও হয়।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

কনফুসিয়াস বলেছেন: নতুন বিষয়ে জেনে ভাল লাগল। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.