নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়েশ করে, আলসেমিতে...

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

মুনির হাসান

অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!

মুনির হাসান › বিস্তারিত পোস্টঃ

কলম্বিয়ার ডায়েরি- সকালের চাঁদ আর সমুদ্রের মাছ

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৩





সকালে সমুদ্রের পারে গিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হল। মাছ ধরার জন্য আমাদের দেশে পুকুর জুড়ে প্রথম জাল ফেলা হয়। তারপর সেটাকে আস্তে আস্তে গুটিয়ে আনা হয়। পুরো সমুদ্রে তো এই কারবার করা যায না। তাও দেকলাম প্রায় ৫০০ মিটার পর্যন্ত লম্বা এবং শখানেক মিটারের চওড়া একটা জায়গা জুড়ে চিকন জাল ফেলা হয়েছে। কখন ফেলছে কে জানে। আমি গিয়ে দেখলাম সাত-আটজন মিলে সেটি টেনে আর গুটিয়ে আনছে। তো দাড়ালাম।





কথা হল কলম্বিয়ার মেয়ে মাইরার সঙ্গে। মাইরা খুব কমন নাম নয় এখানে, মারিয়া যে রকম। মারিয়া হল মন্ত্রীর নাম, অনেক গাইডের নাম আর আমাদের আইএমওর প্রধান কর্তীর নাম। মারিয়া প্রায় ২৩ বছর সুইডেনে থেকে বছর দুইয়েক আগে দেশে ফিরছে। ওর বাবা-মা সুইডেনে শিক্ষকতা করেছে।

মাইরা স্কুবা ডাইভার এবং মেরিন বায়োলজিস্ট। সদ্য মাস্টার্স শেষ করেছে। ওর আর কোন ভাইবোন নেই।এখানে কী সবাই এক সমন্তান? প্রশ্নটা মাথায় আসলো কারণ আমাদের গাইড দাবিদও বাবা-মার একমাত্র সন্তান। মাইরা সংশোধন করলো – না, এরকম কোন ব্যাপার নাই। অর্থনৈতিক অবস্থার ওপর সন্তানের সংখ্যা নির্ভরশীল। পরিবার পরিকল্পনা সংক্রান্ত আলাদা কোন আন্দোলন নাই।

মাথাপিছু আয় ধরলে কলম্বিয়ানরা আমাদের থেকে ১১ গুন ধনী। তারপরও সন্তানের ভরণপোষনের নিশ্চয়তা

মাইরার সঙ্গে কথা বলতে বলতে জেলেরা জাল প্রায় গুটিয়ে এনেছে। কয়েকটা পেলিক্যান পাখিও উড়ে আসল।





তবে যত বড় ঘের সে তুলনায় মাছের সংখ্যাতো খুবই কম।



তিন পদের মাছ দেখা গেল – একটা বাইল্যা মাছের মত, একটা ছোট সরপুটির মতো সাইজ কিন্তু রূপালি এবং অন্যটা অন্যরকম। সাইজে বেশি ছোট গুলো ছুড়ে দেওয়া হল পেলিক্যানদের জন্য



কম কেন জানতে চাইলাম মেরিন বায়োলজিস্ট-এর কাছে। মাইরা বললো এই এলাকা একসময় অনিয়ন্ত্রিত মাছ ধরার ক্ষেত্র ছিল। ফলে, মাছের প্রজননক্ষেত্র এবং জীববৈচিত্রের অনেকখানি বারোটা বেজেছে। এখন এগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মাইরা স্কুবা প্রশিক্ষক এবং মেরিন বায়োলজিস্ট হিসাবে নিজের ক্যারিয়ার করতে চায়। তার আশা পূরণ হোক।

আমি রুমে ফিরে মাহবুবের সঙ্গে সমন্বয়ের স্থানে যাই।



২৫ জুলাই, সকাল ৯টা। সান্টা মার্তা, কলম্বিয়া।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

মামুন রশিদ বলেছেন: ফীল প্রাউড ।


শুভকামনা টীম বাংলাদেশ :)

২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৫

?জকির! বলেছেন: ঠিক মত দেশে ফিরে আসুন, শুভ কামনা বাংলাদেশ টীমের জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.