নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়েশ করে, আলসেমিতে...

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

মুনির হাসান

অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!

মুনির হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক শিক্ষকদের মর্যাদা

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩



প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের নিয়ে আমি আমার বকবকানি অব্যাহত রেখেছি। আমরা অনেকেই হয়তো জানি না, সরকারের চাকরির মর্যাদা স্কেলে আমাদের প্রাথমিক শিক্ষকরা হলেন তৃতীয় শ্রেণী!!!!



আমি জানি না পৃথিাীর আর কোন দেশে শিক্ষকদের এতোটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কি না। উন্নত দেশের কথা না হয় বাদই দিলাম। ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তানেও শিক্ষকদের সামাজিক অবস্থান অনেক ওপরে।



এই নিয়ে আমরা ভাবনাগুলো আজকের প্রথম আলোতে প্রকাশ করেছি।



আশা করি, লেখা চালিয়ে যেতে পারবো।







মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

সফিকুর বলেছেন: পৃথিবীর কোন দেশে মেটি্ক পাশ শিক্ষকও নেয়া হয়না

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫

সফিকুর বলেছেন: এস এস সি পাশ করা শিক্ষকরা এর চেয়ে আর বেশি কি আশা করতে পারে

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

মুনির হাসান বলেছেন: ন্যূনতম যোগ্যতাটা তো তারা ঠিক করেননি।

তবে, এখনকার শিক্ষকদের মধ্যে বেশিরভাগই গ্র্যাজুয়েট। মাস্টার্সও আছেন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

আমিনুর রহমান বলেছেন:


পড়লাম। সুন্দর লিখেছেন।
বর্তমানে অধিকাংশ শিক্ষকদের গ্র্যাজুয়েট ও মাস্টার্স .. @সফিকুর

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: সব ভাল কিছুর সাথে আছি । চালিয়ে যান । ফেসবুকে শেয়ার দিয়েছি ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: বর্তমানে অধিকাংশ শিক্ষকদের গ্র্যাজুয়েট ও মাস্টার্স .. @সফিকুর

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: শিক্ষকদের নিয়ে বলার তেমন কেউ নেই, তাদের দাবী দাওয়া আদায়ের মিছিলে লাঠিপেটা করে এক দুইটাকে মেরে ফেললেও অসুবিধা নাই!

আপনি বলছেন, আপনাকে সাধুবাদ জানাই!

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

মামুন রশিদ বলেছেন: সকালেই পড়েছি । ধন্যবাদ শেয়ার করার জন্য ।


++

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

এম এম ইসলাম বলেছেন: শিক্ষাকে বলা হয় জাতির মেরুদন্ড। শিক্ষক হলো এই মেরুদন্ড তৈরির কারিগর। আর প্রাইমারি স্কুল হলো এই মেরুদন্ডের ভিত্তি। প্রাথমিক শিক্ষকদের পদ মর্যাদা ও আয় সম্মানজনক না হওয়ায় অপেক্ষাকৃত নিন্মমেধাবী ব্যক্তিরা এই পেশায় যুক্ত হচ্ছে। এর ফলে জাতির মেরুদন্ডের ভিত্তিই দুর্বল হয়ে যাচ্ছে। তাদের পদ মর্যাদা আর বেতন বাড়ানো গেলে মেধাবী ব্যক্তিরা এই পেশায় যুক্ত হবে যা আগামীতে আমাদেরকে একটি মেধাবী জাতি উপহার দিবে। এটি শিক্ষকদের প্রতি কোন করুনা নয় বরং রাষ্ট্রের একটি উত্তম বিনিয়োগ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

েবনিটগ বলেছেন: facebook এ এই লেখাটা দেখলাম...
Click This Link

গণিত অলিম্পিয়াডে আমরা লাইনটা প্রায়ই ব্যবহার করি

এই অর্থে যে- তোমার জীবনে তুমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাও।

কিন্তু 'সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক'

এই লাইনটা নিয়ে mathematically একটু ঝামেলা আছে :p



প্রথমত ডিফারেন্সিয়াল আর ডেরিভেটিভ জিনিস দুইটা এক না...

সেকেন্ড ডিফারেন্সিয়াল বলে সম্ভবত কিছু হয়ই না ! এইটা হয়ত তেমন বড় ভুল না, differential co-efficient বললেই হয় ।

ম্যাক্সিমাম ভ্যালুর জন্য সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হতে হয় ।

আবার সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলেই যে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে,

তাও কিন্তু না...

সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে গ্রাফ দেখতে পাহাড়ের মতো হয় (concave down বা শুধু concave)-

প্রথমে বাড়তে বাড়তে সর্বোচ্চ হয় ঠিকই, এরপর ধাঁই ধাঁই করে কমতে থাকে,

তখনও কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভই থাকে :)

আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে গ্রাফ দেখতে খাদের মতো হয় (concave up বা শুধু convex)



সারকথা হলো, আমরা যা বলতে চাই, তার জন্য মনে হয় বলা উচিত,

" সবার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য আর একই সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হোক... :P "

বেশি মাতবরি হয়ে গেল কি?

--

যদিও অত important কিছু নয়, ব্যাপারটির সাথে কি আপনি একমত ?

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:



যারা মানুষ গড়ে তাদের এই অবস্থা দেখে কি তাদের লজ্জা হয়না।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

নামগোত্রহীন বলেছেন: শিক্ষার প্রাথমিক স্তরে প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের আমলাতন্ত্রের পা ভূতের পায়ের মতো উল্টো বলেই প্রাথমিক শিক্ষার পুরো ব্যবস্থাতেই সম্মানের এতো অভাব। আমার ক্ষমতা থাকলে উচ্চ বেতন ও ভালো সুযোগ সুবিধাসহ পিএইচডি ডিগ্রিধারীদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ দিতাম। বিসিএস এর ২৯তম ক্যাডার হিসেবে প্রাথমিক শিক্ষা ক্যাডারের প্রবর্তন করতাম। অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের সকল ন্যায্য দাবীসমূহ মেনে নেয়ার দাবী জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.