নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়েশ করে, আলসেমিতে...

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

মুনির হাসান

অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!

মুনির হাসান › বিস্তারিত পোস্টঃ

চলুন প্রতিদিন উইকিপিডিয়াতে এক লাইন লিখি

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:০৩

আমরা প্রায় সবাই প্রচুর লেখালেখি করি। শুধু যে সামাজিক যোগাযোগের সাইটে লিখি তা নয়। নানান জায়গাতেই লিখি। আমাদের যাদের ইন্টারনেট আছে তাদের তো লেখার জায়গা অনেক। মনে আছে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম তখন একটা লেখা যেন ছাপানো হয় সেজন্য কত পাতা-সম্পাদকের পেছরে ঘুরেছি। পরে নিজে যখন পাতা-সম্পাদক হয়েছি তখনতো ইচ্ছে করলেই লেখা ছাপাতে পারতাম। এই প্রজন্মের তো কোন সমস্যা নাই। ইচ্ছে হলেই ব্লগ বা ফেসবুক অথবা নিজের একটা সাইট।

বাংলা আমাদের প্রাণের ভাষা এবং এই দেশের ৯৬.৫% মানুষ কিন্তু অন্য কোন ভাষা জানে না। বাকী ৩.৫% এর তাই একটা অবধারিত কর্তব্য হয়ে দাড়ায় ভিন্নভাষায় সৃষ্ট পৃথিবীর তাবৎ জ্ঞানকে বাংলাভাষাতে একজায়গায় জড়ো করার চেষ্টাতে যোগ দেওয়া।

জি, আমি ইন্টারনেটে বাংলাভাষার সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ ইউকিপিডিয়ার কথা বলছি। বলাচলে কয়েকজন স্বেচ্ছাসেবক মিরে আজ থেকে ১০ বছর আগে যে চারাগাছ লাগিয়েছে সেটি এখন অনেকটা বেড়েছে, অনন্ত মরবে না। কিন্তু ওর আরো রসদ দরকার, দরকার প্রচুর ইনপুট। অনেক উইকিপিডিয়ান কাজ করেন প্রাণের তাগিদে। তবে, তারা অপেক্ষা করছে আপনার জন্য।

আজ প্রথম আলোতে আমার একটি লেখা ছাপা হয়েছে যেখানে এই আ্হবান জানিয়েছি যে, আমাদের সদিচ্ছাতেই আমরা একটা বিনামূল্যের মুক্ত জ্ঞাভান্ডার গড়ে তুলি, যারা কাজ করছে তাদের সঙ্গে যুক্ত হই।



শুধু ফেসবুকের হিসাব থেকেই বলা যায় প্রায় ১০ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী প্রতিনিয়ত বাংলা ব্যবহার করেন। তাদের মাত্র শূণ্য দশমিক এক শতাংশও যদি প্রতিদিন একলাইন করে উইকিপিডিয়াতে তথ্য যোগ করে তাহলে অতি দ্রুত আমরা বাংলাভাষার সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষটি পেয়ে যাবো।



আপডেট : ৬ মার্চ সকাল ১১টা অনেকেই বিস্তারিত জানতে চেয়েছেন। গুগল করলেই অনেক টিউটরিয়াল পাওয়া যাবে। শুরু করলেই অন্যান্য উইকিপিডিয়ানরা আপনাকে সহায়তা করবে। একটি টিউটোরিয়ালসহ কয়েকটি ছোট পরামর্শ, শুরু করার জন্য আমার ব্লগের এই পোস্টে পাওয়া যাবে।



সবার জীবন পাই-এর মতো সুন্দর হোক।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

মুদ্‌দাকির বলেছেন: যার যা ইচ্ছা আন্দাজে কি তাই লিখবে ?? এডিট করবে কে ???

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:১১

মুনির হাসান বলেছেন: যার যা ইচ্ছা তা লিখতে পারবো না, আসলে। এটিকে বলা হয় কালেকটিভ উইজডম। ফলে, খুব দ্রুত সত্যিকারের যাচাই-কৃত তথ্যই থাকে। নিয়মকানুনগুলো সহজ বলে সবাই এই কাজে যুক্ত হতে পারে।

এখানে সবাই এডিটর-অবদানকারী। কাজে কোন সমস্যা নাই।

আগ্রহের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৮

মামুন রশিদ বলেছেন: এমনকি অসমিয়া ভাষায় উইকিপিডিয়াতে নিবন্ধের সংখ্যা বাংলার চেয়ে বেশি । তথ্যটা জেনে খুব খারাপ লেগেছিল । উইকিপিডিয়াতে কিভাবে লেখা যায় তা জানিনা । এ ব্যাপারে বিস্তারিত পোস্ট দিলে হয়ত অনেকেই এগিয়ে আসত ।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২

মুনির হাসান বলেছেন: আশাকরি সক্রিয় এডমিনরা অচিরেই এমন একটা পোস্ট দেবেন।
শুরু করার জন্য আমার এই ব্লগে টিউটরিয়ালের লিংক এবং কিছু সহজ নির্দেশনা দেওয়া আছে।

পোস্টেও এটা যোগ করে দিচ্ছি।
http://munirhasan.com/wiki1/

ধন্যবাদ

৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৩

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ স্যার ।

৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ। ভাললেগেছে।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮

মুনির হাসান বলেছেন: মবত্র একলাইনই তো।

তো, শুরু হয়ে যবক। ধন্যবাদ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: চলুন ...

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

আবু শাকিল বলেছেন: চমৎকার ।

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

আমি তুমি আমরা বলেছেন: মৎকার উদ্যোগ। ভাললেগেছে।

৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: সচেতনতা বৃদ্ধির জন্য ধন্যবাদ। । আমিও এই ধরণের কোনো লেখা থেকে আগ্রহী হয়ে উইকিডিয়ায় রেগুলার অবদান রেখে যাচ্ছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.