নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়েশ করে, আলসেমিতে...

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

মুনির হাসান

অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!

মুনির হাসান › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব তোমার পদতলে

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৩





তুমি তরুন, তুমি নতুন চিন্তাধারার মানুষ। তোমার চারপাশে সবাই তোমাকে একটি বৈচিত্রহীন, শাদামাটা কিন্ত নির্ভার জীবনের কথা বলে। বলে - পরিবর্তনের কথা ভেবো না। তোমার চৌদ্দগুষ্ঠিতে কেও ব্যবসা করে নাই। আমরা চাকরিজীবী মানুষ। ওতেই আমাদের চলে।

বন্ধুরা তোমার সঙ্গে অদ্ভুত ব্যবহার করে। দেখা হরে বলে - কী বেটা বিল গেটস, কী খবর। কবে তুই কোটিপতি হযে আমাদের খাওয়াবি। তাদের তীর্ষক কন্ঠে তুমি যা বোঁঝার বোঝো।

এমন কি তোমার ছেলে/মেযে বন্ধুটিও তোমাকে তাগাদা দিতে ভুলে না।

...

...

...

এত সব না'এর মধ্যেও তুমি তোমার স্বপ্নে অটল থাকতে চাও। "বিনা যুদ্ধ নাহি দেব সুচাগ্র মেদিনি" হলো তোমার জীবনের মূল মন্ত্র। তুমি ঘুমিয়ে স্বপ্ন দেখোনা, তোমার স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না। তুমি যে কাজটা করবে বলে ভেবেছ, সেটি, সবাই বলে, খুবই সাধারণ এবং কাজ করবে না। কিন্তু তুমি জানো সফল তোমাকে হতেই হবে।



- তার মানে তুমি একজন উদ্যোক্তা?



- কোটি টাকা দামের হাসির সঙ্গে তোমার জবাব – হ্যা!



তাহলে, যাও বেড়িয়ে পড় আর তোমার রূপকল্পকে বাস্তবে রূপ দাও। তোমার যদি কোন সাহায্য লাগে, বিশ্ব তোমার সঙ্গে আছে। আর সব বড় মাপের উদ্যোক্তার মত তুমি নিজেই তোমার প্রেরণা হও। অন্য তরুনরা তোমাকে দেখুক আর বলুক- সে যদি পারে, আমি পারবো না কেন? মনে রেখ, তুমিও একদিন তাদের মত ছিলে।

সাফল্য কেবল তাদের কাছেই ধরা দেয় যারা নিজের হাতে সেটি ধরতে চায়।

উদ্যোক্তার সাফল্যই তার আনন্দ আর উচ্ছাস। কেবল তুমিই তোমার উদ্যোগের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারো।

মনে রেখো – তুমি কেবল কাজ করে দেখিয়ে দিতে পারো



বিশ্ব তোমার পদতলে!!!



বাংলাদেশী অরিজিন, ব্রিটিশ উদ্যোক্তা ও লেখক Sabirul Islam-এর বই "The world at your feet" এর বাংলা অনুবাদ বের হবে আর সেই অনুবাদ করার ভার পড়েছে আমার ওপর।



আগে এক দফা পড়েছিলাম, সেটা অনুবাদের জন্য নয়। তার একটি অংশ শেয়ার করেছিল আমার ব্লগে।

এখন আবার পড়তে হবে এবং অনুবাদ করতে হবে।



দেখা যাক কতদীর কী করা যায়।



প্রিয় তরুন-তরুনী, তোমার উদ্যোগ সফল হোক।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ উদ্দ্যুগ

২| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল চিন্তা কাজে লাগবে সবার ই।

৩| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৩

আদম_ বলেছেন: আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমখানা। খাউজানি-চুলকানি-বিখাউজ-খোস-পাচড়া-গোটাগাটি-ঘা তো দুরের কথা ঘামাচির একটা বিচিও থাকবেনা....। রানে, কানে, চিপায়-চাপায় চুলকায়....আছে যাত্রাবাড়ীর পাগলা মলম.......।

অনুবাদ কইরা দিলাম.....এখন খুশিতো।

৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৫

সকাল রয় বলেছেন:
করে ফেলুন বেশ হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.