![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলস লোক। নানা কাজের সঙ্গে যুক্ত থাকার খায়েশ কিন্তু করতে পারি না!
নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বেশি যে কথাটা শুনতে হয় সেটি হল বড় আর পুরোনোদের লাখ লাখ টাকার মার্কেটিং বাজেটের কারণেতো তোমাদের খুঁজে পাওয়া যাবে না। তোমরা কই পাবা এত টাকা?
এটা ঠিক যে, শুরুর দিকে কোন স্টার্টআপেরই বিজ্ঞাপনের জন্য টাকা থাকে না । কিন্তু তাই বলে কি তাদের মার্কেটিং বন্ধ থাকে?
মোটই না।
প্রত্যেকই নতুন নতুন সব রাস্তা বের করে নেয়। আমাদের তিন শরবতওয়ালাও তার ব্যতিক্রম নয়। তারাও তাদের রাস্তা খুজে নিয়েছে। শুধু তাই নয় তারা তাদের রাস্তাটা শেয়ার করেছে সবার সঙ্গে (শেয়ারিং নলেজ ইজ পাওয়ার)।
শরবতওয়ালাদের গল্পের সপ্তম পর্বের বিষয়বস্তু মার্কেটিং- বিনা পয়সা থেকে টেরিভিশন বিজ্ঞাপন পর্যন্ত। এবারের পর্বে ওদের প্রথম টিভি এডের লিংকটাও দিয়েছি।
আমাদের নতুন উদ্যোক্তাদের একটা বিষয় হয়তো ওখানে চোখে পড়বে যে তারা ট্র্যাডিশনাল উদ্যোগগুলো বাদ দেয়নি। আমাদের অনেকেই কেবল ফেসবুক আর মিডিয়াতে ভরসা রাখি। কিন্তু অনেক প্রচলিত পদ্ধতি কিন্তু এখনো কার্যকরী। রিগলি গামসের গল্পটাও তাই এখানে জরুরী।
আমাকে আরো তিন পর্ব লিখতে হবে। আল্লাহ ভরসা!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টটা কাজে লাগবে স্যার !