![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
নারী মায়ের জাত ! কোনো মায়ের অসম্মান অমর্যাদা কোনো পুরুষই সুস্থ মস্তিষ্কে চায় না ! আমি কোনো প্রগতিশীল প্রথিতযশা লেখক নই যে আমার লেখা সবাই পড়বে ! এ জন্য অনেক কষ্ট করতে হয় যা আমার দ্বারা আজও সম্ভব হয়নি তাই তো আজও ঐ সোজা সাপ্টা কথাই বলে যাচ্ছি ! এইতো আজ ৮ই মার্চ সারা বিশ্বে নানা উৎসব- আয়োজন, সভা-সেমিনার এর মধ্য দিয়ে নারী দিবসটি পালিত হলো ! কত লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীরা দিবসটি উপলক্ষে কত লেখা ক্রোড়পত্র বের করেছেন ! সারাদিন মিডিয়া চ্যানেলে কত প্রখ্যাত নারীর মতামত শুনলাম, যার জন্য নিজেই বাংলাদেশের নারীদের নিয়ে আমার সোজা সাপ্টা প্রশ্ন নিয়ে এলাম ! এ নিয়ে আপনার মতামত কি জানিনা !
আচ্ছা সমাজে সংসারে রাষ্ট্রে কোথায় নেই নারীর অধিকার ?? নারীকে পুরুষ সমাজ কোন অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে ??
ওহ! নারী তো সম অধিকার সম স্বাধীনতা চায় মাথা ঠিক আছে তো ?
ঠিক আছে কাল থেকে সকল নারী পুরুষের সমান উপার্জন কর্মে নেমে পড়ুন ! পুরুষ সারাজীবন যতটা ভাঁড় বহন করতে পারে আপনি পারবেন তো তা বহন করতে হে নারী ??
আচ্ছা দেশে কত পার্সেন্ট নারী উপার্জনক্ষম ? তাঁরা কেন উপার্জনের পথ বেছে নিয়েছে বা নিচ্ছে ? সেটা কি স্বেচ্ছায় না নিরুপায় হয়ে ? দেশে কত পার্সেন্ট বাবা সম্প্রদায়, ভাইয়ের গোষ্ঠী জোর করে মাকে-বোনকে উপার্জনের পথে নামায় ?? কত পার্সেন্ট বাবারা, ভাইয়েরা মাকে-বোনকে উপার্জন না করার দায় খাবার বন্ধ করে ঘর থেকে বাহির করে দিচ্ছে ??
সন্তান উৎপাদন কি পুরুষের একার ইচ্ছায় হয় বা করে ?? সন্তানের চাহিদা কি পুরুষের একার ?? তাহলে কেন বলেন- "মাতৃত্বই নারীত্বের অহংকার" ??
ওহ! পুরুষেরা তো নারীদের খালি নির্যাতন করে ! যৌতুক চায় ! বহুবিবাহ করে !
আচ্ছা অসামাজিক যৌতুক প্রথার বিরুদ্ধে এখন পুরুষরাই নারীর চেয়ে বেশি সোচ্চার সে জ্ঞান কি আছে আপনাদের ? ইসলাম ধর্মে এই যৌতুক প্রথার বিরুদ্ধে নারী উচ্চ সম্মান মর্যাদা রক্ষার্থে 'পণ' প্রথা, 'দেন মোহর' প্রথা চালু রয়েছে যে, সেসব কি জানা আছে ?? জীবনে কোরান শরীফ পড়েছেন ?? পড়লে তো কোনো মুসলিম নারীর নারীবাদী আন্দোলন করার কথা না ! কোরান পড়লে একজন নারী অবশ্যই অবশ্যই জানতে পারতো যে, আল-কোরয়ানে আল্লাহ্পাক নারীকে কত সুউচ্চ সম্মান-মর্যাদা দান করেছেন ! নবী মুহাম্মদ (সাঃ) এর পরিবারের জীবনী পড়লেও জানা যেত নারীর কত সম্মান মর্যাদা ! কতিপয় বিপথগামী অজ্ঞ নোংরা পুরুষের জন্য তো সকল নারীকে অধিকার আদায়ের নামে বিপথগামী করা উচিত না ! নিঃসন্দেহে এটা ধর্ম দ্রোহীতা ও অন্যায় ! আপনি বাসে, ট্রেনে, কর্ম ক্ষেত্রে, সংসারে আপনার প্রতি করা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, এটা আপনার অধিকার ! তাই বলে সকল পুরুষকে এক কাতারে ফেলে পশু চরিত্র প্রদান করবেন এবং সকল নারীকেই আপনার কাতারে ফেলে রাস্তায় নামাতে চাইছেন কেন ?? সকল নারীই কি আপনার মত নির্বোধ নির্লজ্জ ?? আপনি কি জানেন আপনাদের মত নারীবাদীদের দেখে আমার মা-বোনেরাই হাসছে ??
নির্যাতনের কথায় আবার আসি, একজন নারী পুরুষ কর্তৃক নির্যাতিত হয় কখন ?
আচ্ছা আপনি কি কখনো শশুর বাড়ি অথবা পিতার পরিবারের লোকজনের ইচ্ছানুযায়ী চলতে চেষ্টা করেছেন কোনোদিন ? চলেননি ! আমি নিঃশ্চিত আপনি উগ্র স্বভাবের নারী ! স্বামী কিংবা বাবা-মা, ভাইদের মতামতের দাম কখনোই দেননি, তাই আপনি আজ লোকাল সিনেমা দেখে দেখে নারীবাদী সেজেছেন ! সারাদিন মিডিয়াতে পুরুষ বিদ্বেষী কথা বলে বেলা শেষে সেই পুরুষের সম্রাজ্যেই আশ্রয় প্রার্থী হন !
একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কোনো বাবা বা ভাইয়ের জাত তাঁর মা-বোনেরা রাস্তা ঘটে ইজ্জত হারাক এটা চান না বরং জীবনের বিনিময় হলেও প্রত্যেকটি বাবা-ভাই-স্বামীই চাচ্ছে পরিবারের নারীটি নিরাপদ ও স্বাচ্ছন্দে জীবন পার করুক ! পরিবারের নারীরা শান্ত ধী'স্থির বাধ্যগত হলে কোনো পুরুষই কোনো নারীর মতের বিরুদ্ধে যায় না ! গেলেও সেই রকম বদ মেজাজি পুরুষের পার্সেন্টেজ'ই বা কত ?
আধুনিক মুসলিম নারীবাদীদের অধিকাংশেই দেখছি ধর্মের দোষ গাইছেন ! ধর্ম তাদের কেন অবাধ স্বাধীনতা দিলোনা, আর পুরুষতান্ত্রিক সমাজ এই ধর্মের দোহাই দিয়েই নারীকে ঘরে আটকে রাখছে ইত্যাদি ইত্যাদি ! আসলে আপনি বেয়াদব বলেই ধর্মের দোষ এবং অবাধ স্বাধীনতা খুঁজছেন !
কিছু মিডিয়া কর্মী পুরুষ নারিদের অবাধ স্বাধীনতার পক্ষে, কারণ এরাই নারীদের বাজারের পণ্য বানায়, তা না হলে তো মিডিয়া জগৎ হিট হবেনা ! এক্ষেত্রে সুকৌশলে এরাই মূলত নারীদের নানান লোভ দেখিয়ে রাস্তায় নামিয়ে আনছেন ! দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী যা অনেক বড় বড় দেশের মোট জনসংখ্যার চাইতেও বেশি ! সোশ্যাল নেটওয়ার্ক জগতেও নারীর সমান অংশগ্রহণ দেখা যাচ্ছে ! তাইতো অনেক বুদ্ধিজীবরা নারীকে না ক্ষেপিয়ে বরং লেখনীর মাধ্যমে সুকৌশলে নারীবাদী সেজেছেন কারণ সারাবছর তাদের লেখায় লাইক কমেন্টের জন্য নারী ভক্তানুরাগীদের খুব দরকার মনে হয় ! আরে ভাই প্রকৃত নারীরা আধুনিক মডারেট নারীদের কতটুকু পছন্দ করে আগে বুইঝা লন তারপর লুলামি কইরেন !
অন্যান্য ধর্মে নারীর মৌলিক অধিকার নেই কিন্তু ইসলাম ধর্মে আছে ! আপনি কি সনাতন ধর্মী অথবা পশ্চিমা বিশ্বের নারী ?? তাঁরা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতেই পারে কেননা তারা ন্যায্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত ! আপনি কেন ??
হ্যা ! বাংলাদেশে অনেক পরিবারে নারীদের প্রতি অন্যায় নির্যাতন হচ্ছে ! কিন্তু কেন জানেন ?? আমার মতে তা হলো- (এক) প্রকৃতভাবে ধর্ম শিক্ষা এবং চর্চার অভাব (দুই) নেশা গ্রস্ততা (তিন) চাহিদার তুলনায় অপ্রতুল আয়-ইনকাম (চার) অতিরিক্ত অবৈধ ইনকামেও কিছু পুরুষ নৈতিক জ্ঞান হারাচ্ছে (পাঁচ) বহু বিবাহ প্রথার কারণেও (ছয়) নারীর পর পুরুষের আসক্তি কিংবা তাদের সঙ্গে অবাধ/অবৈধ মেলামেশা (সাত) অমানুষ, উশৃঙ্খল সন্তানদের কারণেও পরিবারে অনেক মায়েদের অমানুষিক নির্যাতন নীরবে সহ্য করতে হয় !
সর্বোপরি ইসলাম ধর্মের প্রকৃতভাবে চর্চা এবং পালনের অভাবেই আমরা দিনে দিনে যেমন সকল নৈতিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি তেমনি পশ্চিমা বিশ্বের শিক্ষা-সংস্কৃতি লালন-পালন ও ধারণ কারণেই মূলতঃ মুসলিম জাতির নারীদের এই অধঃপতনের জন্য দায়ী !!
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩০
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: কি করবো বলেন- নারী পুরুষ পরস্পরকে সম্মান দেওয়াটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, তাই হুট্ করে আমাদের বংশীয় এ রেসালত খাসলত ভাঙাটা অসম্ভব ব্যাপার বটে ! এজন্যই বিলবোর্ডে টাঙানো কন্ডোমের বিজ্ঞাপনের নারীগুলোকে দেখার সাহসিক রুচিবোধ নেই দাদা তাইতো রচনা লিখি যাতে চানাচুর, বাদাম বিক্রেতা কিংবা বাসা-বাড়িতে বুয়ারা টিস্যু পেপারের সুবিধাটা নিতে না পারে
২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়ে গেলাম শুধু, মন্তব্য করার সাহস পেলাম না।
০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: হে হে আপনিও তো দেখছি আমার মত বেসাহসিক
ধন্যবাদ ভাই পোস্টে আসার জন্য !
৩| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:১০
সাইফুল ফরিদপুর বলেছেন: বেশক
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: থাঙ্কস ব্রো:
৪| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব এক দিন্না অনুভূতি...
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৭
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: অনুভূতি কি আকাশের ম্যাঘের লাহান ভাইজান ?
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনি ঘুরে ফিরে নদীর রচনা লিখেন?