![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়
সম্প্রতি ডেঙ্গু অথবা চিকনগুনিয়া জ্বর নিয়ে ভাবে না এমন কে আছেন ! সারাদেশে এই জ্বর নিয়ে মোটামুটিভাবে একটি আতঙ্ক বিরাজ করছে ! এর প্রতিরোধ কিংবা প্রতিষেধক নিয়ে চিকিৎসকরাও হিমশিম খেয়ে যাচ্ছেন ! বসে নেই চিকিৎসা বিজ্ঞানীরাও অতঃপর নানা প্রতিষেধক উপায়ও খুঁজে বের করেছেন ! ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া জ্বর নিয়ে যারা চিন্তায় আছেন বা ভুগতেছেন তাঁরা এই চিকিৎসাটা একটু করে দেখতে পারেন:
সাম্প্রতিক একটি গবেষণায় উদ্ভাবিত হয়েছে যে পেপে পাতা ডেঙ্গুর জন্য বেশ কার্যকরী প্রতিষেধক ! মোটামুটি কচি পেঁপে পাতার রস ডেঙ্গু কিংবা চিকনগুনিয়া জ্বর একদিনেই ভালো করে দিতে পারে আপনাকে !
। গবেষণায় দেখা গিয়েছে যে পেপে পাতার রসে থ্রম্বোসাইটিস (প্লাটিলেট) উৎপাদনে সাহায্যকারী উপাদান রয়েছে। গবেষণাটির প্রধান গবেষক ছিলেন AIMST ভার্সিটির প্রফেসর ডক্টর এস. কাঠিরেসান। ডক্টর এস. কাঠিরেসান এর মতে ডেঙ্গুর ভাইরাস মূলত আমাদের রক্তের প্লেটলেট কমিয়ে দেয়। সাধারণত প্লেটলেটের জীবনকাল ৫ থেকে ১০ দিন পর্যন্ত।
এরপরে আবার প্রয়োজন অনুসারে নতুন প্লেটলেট উৎপাদন হয়। ডেঙ্গুর ভাইরাস শরীরে যতদিন কার্যকর থাকে ততদিন পর্যন্ত নতুন শরীরে নতুন প্লেটলেট উৎপাদনের ক্ষমতা নষ্ট করে দিতে ভূমিকা রাখে। সাধারণত একজন সুস্থ মানুষের রক্তের স্বাভাবিক প্লেটলেটের পরিমাণ হলো প্রতি মাইক্রো লিটারে ১৫০,০০০ থেকে ২৫০,০০০ পর্যন্ত। ডেঙ্গু হলে এই প্লেটলেটের সংখ্যা খুব দ্রুত কমে যেতে থাকে। তার মতে, ১০০,০০০ এর নিচে প্লেটলেট লেভেল চলে আসলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারেন। প্লেটলেট লেভেল যদি ৫০০০০ এ নেমে আসে তাহলে থ্রমবোসাইটোপেনিয়া হয়ে যায়। ফলে অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে। তাই ডেঙ্গু হলে প্লেটলেট পরীক্ষা করে দেখা হয়। প্লেটলেট খুব কমে গেলে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো উচিত। প্লেটলেটের পরিমাণ যখন অস্বাভাবিক কমে যায় তখন রক্ত জমাট বাধতে শুরু করে এবং হ্যামোরেজিং হতে পারে। এর ফলে শরীরের অভ্যন্তরীন রক্তক্ষরণ হয় এবং রোগীর মৃত্যু ঘটে। পেঁপে পাতার রস ডেঙ্গুর প্রতিষেধক এটা নিয়ে অনেক মানুষ দ্বিমত পোষন করেছে। কিন্তু ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা রিসার্চ সেন্টারের গবেষক নাম ড্যাং এর মতে পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তা ডেঙ্গু জ্বর খুব দ্রুত সারিয়ে তোলে।
যেভাবে কাজ করেঃ
ডাক্তার সানাথ হেট্টিগ এর মতে পেঁপে পাতায় কিমোপাপিন ও পাপেইন নামে দুটি এনজাইম আছে। এই উপাদান দুটি প্লেটলেট উৎপাদন বাড়ায় এবং রক্ত জমাট বাঁধা রোধ করে। এছাড়াও এগুলো ডেঙ্গুর কারণে লিভারের কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা ঠিক হতে সহায়তা করে। এছাড়াও পেঁপে পাতায় আছে প্রচুর পরিমাণে কমপ্লেক্স ভিটামিন যা বোন ম্যারোকে প্রচুর পরিমাণে প্লেটলেট উৎপাদন করতে সহায়তা করে।
যে ভাবে খাবেনঃ
কচি পাতা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে অথবা বেটে রস বের করে ছেঁকে নিতে হবে। এর সঙ্গে কোনো চিনি কিংবা লবণ দেয়া যাবে না। প্রাপ্ত বয়স্কদের দিনে দুবার ৮ ঘন্টার বিরতি দিয়ে ১০ মিলি লিটার পরিমাণ পেপের রস খাওয়া উচিত। ৫ থেকে ১২ বছর বয়সিদের ৫ মিলি লিটার ও ৫ বছরের ছোটদের ২.৫ মিলি লিটার পেঁপে পাতার রস খাওয়া উচিত।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই.......
২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:১৭
রাবেয়া রাহীম বলেছেন: খুব কার্যকরী পোস্ট ।
ধন্যবাদ অনেক।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৪
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: পোস্টটি দৃষ্টিতে আনার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু .......
৩| ০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৪:৪৩
এম এ কাশেম বলেছেন: সময়োপযোগী পোস্ট।
শুভ কামনা।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকলো ভাই.......
৪| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫
নতুন নকিব বলেছেন:
প্রিয় কাব্য,
কেমন আছেন?
দারুন উপকারী পোস্ট!
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: হ্যা, আমি অনেক ভালো আছি (আলহামদুলিল্লাহ) !
আপনি কেমন আছেন ?
৫| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশ একটু আগে জানাবেন না!!!
ঈদের আগে ভুগে উঠলাম
হা হা হা
ধন্যবাদ শেয়ারে । ++++
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: যাক, অবশেষে জানাতে পারলাম তো
খুশি হলাম ঈদের আনন্দ সুস্থ হয়েই উপভোগ করতে পেরেছেন এ জন্য !
৬| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সময়োপযোগী পোস্ট। প্রিয়তে নিলাম।
ধন্যবাদ অসমাপ্ত কাব্য 21
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০২
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনার সদা-সর্বদা মঙ্গলময় জীবন কামনা রইলো....
৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:১১
সুমন কর বলেছেন: জানা থাকল। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ...
৮| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
এটা প্রতিরোধ হিসেবে কাজ করবে কিনা? আগে খেলে, ডেংগু থেকে রক্ষা পাওয়া যাবে কিনা?
০৯ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: প্রতিরোধক হিসেবে আগে খাওয়াটা মনে হয় ঠিক হবে না !
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৪
শাহাদাত হোসাইন সুজন বলেছেন: উপকারী পোষ্ট, ধন্যবাদ।।