নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

আমি একা, বড় একা, আমার আপন কেই নেই

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

আমি একা, বড় একা, আমার আপন কেই নেই
আশা নেই, আলো নেই শুধু যে আঘাত সবেতেই
ও বিধাতা কি যে চাও , কেন এ ব্যাথা দিয়ে যাও
জানি না কি অপরাধে দিলে তুমি অপরুপ সাজা এই
জীবনের যত ছিলো গান, অকালে তা হলো অবসান
রেস টুকু তা ও তে গেল ভাঙ্গা এ হ্রদয়ের ছোয়াতেই


আমার সারা জীবনে যা সবচেয়ে বেশি চেয়েছি কিন্তু পাইনি তা হচ্ছে ভাল বন্ধু ।আমার বেস্ট ফ্রেন্ডের তালিকা এখনও শুন্য । আপনার ভাবতে পারেন মানুষ হিসেবে আমি ভাল নই। সেটা আপনাদের চিন্তার স্বাধীনতা। ভাল বন্ধুর সংগা একেক জনের নিকট একেক রকম । আমি যে রকম বন্ধু খুজি তা পাইনি। যদিও আমার পরিচিত লোকের সংখ্যা বেশি। তথাপিও আমার বন্ধুর সংখ্যা কম। একটা প্রবাদ আছে সত্য কথায় বন্ধু বেজাড়।তবে যে সত্য কথায় কষ্ট পায় সে তো আমার বন্ধু হতে পারে না।অনেকেই আছেন যাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে বন্ধু বা দোস্ত বলে সম্বোধন করে। তাদেরকেও আমি বন্ধু মনে করি না কারন তারা কখনও বন্ধু সুলভ আচরণ করেনা,যোগাযোগ রক্ষা করে না, খোজখবর রাখেনা শুধু মুখে বন্ধু বা দোস্ত শব্দটা ব্যবহার করে।আরো কিছু বন্ধু আছে তারা শুধু তাদের প্রয়োজনের সময় যোগাযোগ করে। প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের আর কোন খবর পাওয়া যায় না।আর কিছু বন্ধু আছে যাদের বলা যায় সু সময়ের বন্ধু। এদেরকে আমার দুঃসময়ে কখনও পাওয়া যাবে না। অথচ দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
বন্ধুর সংগাটা একটু পরিস্কার করা দরকার। বন্ধু বা দোস্ত করা। যাদের সাথে বন্ধুত্বর্পূণ সর্ম্পক আছে তারাই বন্ধু । বন্ধুত্বর্পূণ সর্ম্পক হচ্ছে রক্তের সর্ম্পকের বাইরে এমন এক সর্ম্পক এবং আত্মীয়ের বাহিরে এমন এক অনাত্মীয় যার সাথে রয়েছে সবচেয়ে শক্তিশালী আত্মার বন্ধন এবং যার মধ্যে রয়েছে সকল সর্ম্পকের সমন্বিত রূপ।বাবা, মা, ভাই,বোন এমন কি বউ এর সাথে যে কথা/দুঃখ ভাগ করা যায় না তা একমাত্র বন্ধুর সাথে ভাগ করা যায়।প্রকৃত বন্ধু সে যাকে বিশ্বাস করা যায়, যার উপর ভরসা করা যায়, যার সাথে মনের কথা খুলে বলা যায়, যার সাথে নিজের দুঃখ ভাগ করে নেওয়া যায়,যাকে বিপদে পাশে পাওয়া যায় । ইমাম গাজ্জালী বন্ধু নির্বাচনের সময় পাঁচটি বৈশিষ্ট্য এর উপর গুরুত্ব দিয়েছেন।…………………………

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

আমিই মিসির আলী বলেছেন: জগতে এখন আর কাউকে বিশ্বাস করা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.