নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

গ্রামের পায়রা (গম জাতীয় ফসল) আমেরিকার গিয়ে হলো যব আর বাঙ্গালী তা ইমপোর্ট করে, যেন গুড জব।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯



আমাদের গ্রামে গমের পাশাপাশি আর একটা ফসল উৎপাদন করা হতো তার নাম আমরা বলতাম পায়রা আর পায়রা থেকে উৎপাদন করা হতো ছাতু। ছাতু খেত গ্রামের গরীব লোকেরা। আগেরকার দিনে খাদ্যের আভিজাত্যের ক্রম ছিল ভাত-রুটি-ছাতু।
ছোট বেলায় বই পড়ার বদৌলতে জানতে পারি যব নামের একটা ফসল বহিঃবিশ্বে উৎপাদন করা হয় যা থেকে ওটস, বার্লি
, হরলিক্সসহ আরও পুষ্টিকর খাদ্য দ্রব্য প্রস্তুত করা হয়। অথচ কোন শিক্ষক বা অন্য কেউ শেখায় নাই আমাদের জমিতে উৎপাদিত পায়রার অপর নাম যব। কেউ বলেনি ‍ওটস, বার্লি বা হরলিক্স থেকে ছাতু বেশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য। ভুলে ভরা বাঙ্গালী আমরা দেশি ঠাকুর পায়ে ঠেলে বিদেশী কুকুর কাধে নিয়ে ঘুরি। তাইতো আজ গ্রামের জমিতে পায়রা বা যব চাষ না করে থেতলানো পায়রা (ওটস), চিনি মাখা ছাতু(হরলিক্স) ও বার্লি উচ্চ মূল্যে আমদানী করে তৃপ্তিতে ঢেকুর গেলি।




সবশেষে বরিশাল এলাকার একটা গল্প বলি,
একজন বরিশাল থেকে ঢাকায় এসে একটা দোকানে হালকা নাসতা চাইলে ছোলা-মুড়ি অফার করলে শহরের নতুন খাবার মনে করে তা গ্রহণ করে। খাওয়ার সময় সরবরাহকৃত খাবার দেখে বলে, ওরে উরুম তুই ঢাকায় আইসা হইয়া গেলি মুড়ি।

যেই লাউ, সেই কদু। যেই উরুম সেই মুড়ি। যেই আন্ডা সেই বয়জা বা ডিম। যেই পায়রা সেই যব। তবে যব বা পায়রা যে খুবই পুষ্টিকর খাবার সে বিষয়ে কোন সন্দেহ নেই। তা যেভাবেই খাওয়া হোক না কেন। ছাতু, ওটস, হরলিক্স , বার্লি সবই যব বা পায়রা থেকে প্রস্তুতকৃত।

আসুন আমরা সবাই গমের পাশাপাশি পায়রা বা যবের উৎপাদন বৃদ্ধি করি, আমদানী বন্ধ করি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৪

নতুন বলেছেন: এটা মাকেটিং এর কামাল।

দেশে কেউই ছাতু খাবেনা কিন্তু ওটস, হরলিকসে সমস্যা নাই। কারন ওটা টলার, স্ট্রংগার, সার্পার বানায় বাচ্ছাদের।

২| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশে কিভাবে চাষাবাদ বন্ধ হয়েছে তার কালের সাক্ষী ও প্রমাণ আমি নিজে। ছাপা পত্রিকা মিডিয়া আর কর্পোরেট প্রতিষ্ঠানের কালো থাবার আগ্রাসনে বন্ধ হয়েছে অত্যন্ত মান সম্পন্ন চাষাবাদ। বিনিময়ে শুরু হয়েছে নীল চাষ! - আশা করি বুঝতে পেরছেন।

৩| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

লেখার খাতা বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতার মত বিষয়টি।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

৪| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

রবিন.হুড বলেছেন: গুরু উপায় বলো না
কিভাবে বুঝিব ছলনা

৫| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: শহরের মানুষ এসব নিয়ে ভাবে না।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৯

রবিন.হুড বলেছেন: সবাইকে এসব খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হবে।

৬| ১২ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৩

জুন বলেছেন: চাষাবাদ বন্ধ করে আমাদের ছেলেপুলেরা এখন গার্মেন্টসে শ্রম দিচ্ছে।

৭| ১২ ই জুলাই, ২০২২ রাত ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হায়রে বয়জা তুই
ঢাকা আইসা
হইছোস ডিম!
আন্ডা ভাজি হইলি
ওমলেট নাকি মামলেট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.