নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে,“ সাদা কাপড় পড়লে যেমন মনটা সাদা হয়না, চকচক করিলে তেমন সোনা তারে কয়না ! আবার একতারা টা থাকলে হাতে বাউল হওয়া যায়না !! আগে মনটা বাউল করে নে না ”।
কথায় চিড়ে না ভিজলেও বাঙ্গালী কথা দিয়ে (চাপা দিয়ে) সব কিছু জয় করতে চায়। তবে আমার সামনে আসলে সকল চাপাবাজদের চাপা ভেঙ্গে যায়। কারন আমার পদচারনা ফুটপাথ থেকে রাজপথ, টেকনাফ থেকে তেতুলিয়া। আবার বলে থাকি আমার বয়স কম হলেও অভিজ্ঞতা বেশি। তাই কোন চাপাবাজ আমার সামনে চাপা মারলে ধরে ফেলি বা কোন চাপার ধরন অনুযায়ী কাজ দিয়ে চাপার অসারতা প্রমাণ করে দেই। তাই অনেক চাপাবাজ আমার উপর অসন্তষ্ট। কুছ পরোয়া নেই। সত্য কথায় বন্ধু বেজাড় (অসন্তষ্ট) প্রবাদের কথাটা সত্য প্রমাণ করে আমার বন্ধুদের অসন্তষ্ট করে আমি এখন একা। তাতেও সমস্যা নাই, হাদিসে আছে, “ অসৎ সঙ্গীর চেয়ে একাতীত্ব ভালো, আর একাকীত্বের চেয়ে সৎ সঙ্গী ভালো”। আমি এখনো সৎ সঙ্গীর সন্ধানে আছি কারন একা মানে বোকা।
শুন্য কলসি বাজে বেশি। চারপাশে ভালো লোকের মুখোশ পড়া লোকের সংখ্যাই বেশি। তাইতো ভালো কাজে ডেকে কাউকে না পেয়ে রবীন্দ্র নাথের পরামর্শ “ যদি তোর ডাক শুনে কেউ না আসে, তব একলা চল রে” গ্রহণ করে একলা ছুটে চলছি নিরন্তর।
আমারা যদি সাদা কাপড় না পড়ে মনটা সাদা করি এবং ভালো লোকের মুখোশ না পড়ে ভালো কাজ করি তাহলে সমাজ ও দেশটা ভালো হয়ে যাবে। মানুষ যদি কপট কথায় কারো মন জয় করার চেষ্টা না করে সত্য কথা বলে এবং তার কথা অনুযায়ী কাজ করে তবে ৯৯.৯৯ ভাগ সমস্যা দূর হয়ে যাবে।
একতারা হাতে নিয়ে বাউলের অভিনয় না করে গানের সুরে কালচারাল থেরাপি দিয়ে অপরাধপ্রবণ মন পরিবর্তন করে সমাজের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব।
আসুন সবাই দেশের জন্য কাজ করি
ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় নীতি টা গ্রহণ করি।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১৭
রবিন.হুড বলেছেন: সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: হ্যা সঠিক কথাই বলেছেন।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৬
জটিল ভাই বলেছেন:
সহমত।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
আজব লিংকন বলেছেন: সুন্দর চিন্তাধারা।।
"যাত্রাদলেতে দেখি। বেশ করিয়ে হয় রে যোগী। এসব হলো জাল বৈরাগী। বাসায় গেলে কিছু নাই।। হাত বানানো চুল দাড়ি জট। কোন ভাবুকের ভাব রে ভাই। আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই।।"