নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুদ্ধ মনে সকলি হয়!_____লালন শাহ

Murshed kuly khan

Murshed kuly khan › বিস্তারিত পোস্টঃ

লাল শাড়ি

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

ঠিক যেন রূপকথার পরী।
লাল শাড়ীতে মোড়ানো পরী।
রূপকথার পরী আজ মর্তে নেমে
আসলেও মুখ লুকাতে বাধ্য হবে।
একি পরীর চোখে এখন পানি!
কিছু কিছু মানুষের চোখে কান্না
মানায় না।
পরীও সেই কাতারের মানুষ।
তবুও আজ তাকে খুব সুন্দর লাগছে।
ছলছল করা চোখ যেন আজ তার সাজকে
পূর্ণতা দিয়েছে।
সবকিছু ছাপিয়ে আজ জয় হবে
সমাজের, আর পরাজয় হবে ভালবাসার।
লাল শাড়ীর পরী কি জানে,
ভালবাসার মানুষটি আজ সাদা
কাপড়ে মোড়ানো, নাকে তুলো
গোজা।
বাতাস ভারী করা আর্তনাদের
মাঝে,
তোষক বালিশ ছাড়া খাটে,
কি শান্তির ঘুমে মগ্ন সে।
তার আর লাল শাড়ীতে পরীটাকে
দেখা হলো না।
যে মস্তিষ্ক পরীর কথা ভাবত,
বাসের চাকা সেই মগজ পিচ ঢালা
রাস্তায় মিশিয়ে দিয়েছে।
আর কোনদিন ভাববে না সেই মস্তিস্ক।
আর আকাশপানে তাকাবে না,
জোছনা দেখবে না,
ইচ্ছে ছিল পরীটাকে চুরি করে নিয়ে
যাবে।
কিন্তু আর নেওয়া হল না তার।
এখন নতুন এক গন্তব্য তার।
উদ্দেশ্য পরপার,
উদ্দেশ্য শেষ বিচার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সুন্দর লিখেছন।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

Murshed kuly khan বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.