![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ এবং সরল কথায় চলােফরা করেত ভালবািস। িচন্তার রােজ্য িবচরন করা আমার স্বভাবজাত ৈবিিশষ্ট্য
প্রভু জিজ্ঞাসিলেন : এত সাজু-গুজু করিয়া কোথায় যাইতেছ ?? ডেটিং এ কি !!!
কহিলাম : না প্রভু, শাহবাগ যাইতেছি,, অনেক টিভি চ্যানেল,, অনেক ললনা - কখন কার চোখে পরে যাই,, তাই একটু সাজু-গুজু !!
প্রভু অবাক হইয়া বলিলেন- বাম আর লীগের না হয় জাত মারা হইয়াছে, কিন্তু তোমার কর্ম কি ঐখানে !!
চোখ কপালে তুলিয়া জানিতে চাহিলাম : কিভাবে জাত মারা হইলো প্রভু !!!
প্রভু কহিলেন : তুখোর বাম ছাত্রনেতা আব্দুল কাদের মোল্লা বাম রাজনীতির অসারতা বুঝিতে পাইয়া দলত্যাগ করিয়া কালিমা লেপন করিলেন বামদের মুখে ,, শুধু দলত্যাগ করিয়াই তিনি খান্ত রইলেন না,, জামাতে যোগদান করিয়া তিনি বামদের জাতও মারিলেন
জিজ্ঞাস করিলাম: আর লীগের জাত কিভাবে মারা হইলো !!!
স্মিত হাসিয়া প্রভু কহিলেন : স্কাইপ কেলেঙ্কারী আর বামদের শত মিনতি উপেক্ষা করিয়া শত্রুকে শায়েস্তার না করিয়া বামদের শত্রু হইলেন। ফলস্বরূপ বামরা এখন লীগের মন্ত্রীদের দিকে বোতল ছুড়িয়া মারে । কবে যে জুতা যাইয়া পরে তার অপেক্ষা !!! আর আজ তো সেন্চুরিয়ান মানিকের উত্তরসুরী শোনার ছেলেরা আব্দুল কাদের মোল্লার বিচার চাইতে আসিয়া দুই মহিলা পুলিশকে ধর্ষণ করিতে যাইয়া মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ঘটাইল।
কহিলাম ,, প্রভু আমি তবে তারাতারি যাই,, জাত মারাদের আরেকটু দেখিয়া আসি।
স্মিত হাসিয়া প্রভু কহিলেন,,, যাও তবে,, তোমার মত আরো অনেকেই আছে ঐখানে মজা দেখিবার জন্য !!!!!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে
Click This Link
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
খামোশ বলেছেন: ঠিক কহিয়াছ হে !
হুজুরের মতে অমতকার !!
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
স্বপ্নচারী আলো বলেছেন: উচিত কথা কহিলেন প্রভু।
আজ সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা সেজেগুজে এসেছেন, কারন বামের নেত্রীরা তাদের জন্য অপেক্ষায়।
তবে যে যাই বলুক ভাই, এ দেশপ্রেমীক জনতার আন্দোলন উঠতি বয়সের তরুণ তরুণীদের রমনা , সোরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিপায় রাত যাপনের সুযোগ করিয়া দিয়েছে।
দেখিয়ো আবার যৌনতার চেতনায় যেন দেশপ্রেম বিলীন না হয়।
ধিক ধিক ধিক।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫
চনদ্র্রমানব বলেছেন: স্বপ্নচারী আলো বলেছেন: উচিত কথা কহিলেন প্রভু।
আজ সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা সেজেগুজে এসেছেন, কারন বামের নেত্রীরা তাদের জন্য অপেক্ষায়।
তবে যে যাই বলুক ভাই, এ দেশপ্রেমীক জনতার আন্দোলন উঠতি বয়সের তরুণ তরুণীদের রমনা , সোরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিপায় রাত যাপনের সুযোগ করিয়া দিয়েছে।
দেখিয়ো আবার যৌনতার চেতনায় যেন দেশপ্রেম বিলীন না হয়।
ধিক ধিক ধিক।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
চলতে ফিরতে দেখা বলেছেন: প্রভু একদম খাটি কথা কইলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম, ইতিমধ্যে ধর্ষণ শুরু হইয়া গিয়াছে। অবশ্য ইহাকে এটা না বলাই উত্তম কারণ, এটা ওদের কাছে ডাল ভাত। কোন ব্যাপারই নয়। যেহেতু বিবাহ করবে না, তাই বলে কি তাদের স্বাদ আল্লাদও থাকবে না, তাই কি হয়? কোন ভদ্র ঘরের মেয়ে এত রাতে এভাবে রাস্তায় থাকতে পারেনা বা পারা উচিত নয়?
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আজব প্রাণী বলেছেন:
মুক্তিযুদ্ধের চেতনায় এতোটুকু ছেলে পেলে করতেই পারে