![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ এবং সরল কথায় চলােফরা করেত ভালবািস। িচন্তার রােজ্য িবচরন করা আমার স্বভাবজাত ৈবিিশষ্ট্য
শাহবাগে আসছে ১৫ সদস্যের ভারতীয় ফুটবল দল
শাহবাগ গণজাগরণ চত্বরের আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছে ভারতীয় ১৫ সদস্যের ফুটবল দল। শনিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে সাইকেলে চড়ে এই দলটি বাংলাদেশে প্রবেশ করেছে।
কলকাতা থেকে সাইকেলযোগে প্রতিনিধি দলটি রওয়ানা হয়ে বেনাপোলে পৌঁছে। বেনাপোল চেকপোস্ট কাস্টম ইমিগ্রেশনের কার্যাদি শেষে মিহির দাস ও ভুদেব ব্যানার্জির নেতৃত্বে দলটি যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ভুদেব ব্যানাজি জানান, মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৯৫২ সালে বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা। আজ বিশ্বে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি জানান, ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা ফুটবল লাউ এয়ার অ্যাসোসিয়েশন পক্ষে আমরা ১৫ সদস্যের একটি দল ঢাকা ফুটবল স্টেডিয়াম ও ভাষা দিবসের উদ্দেশ্যে এসেছি।
এছাড়া ঢাকার প্রজন্ম চত্বরে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করবেন বলে তিনি জানান। সূত্র: বাসস
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
েতপান্তর বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
টয় বয় বলেছেন:
আস্তে আস্তে র'এর লেন্জা বাইর হইতাছে !!
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ra66i বলেছেন: Please onno indian kau re ai andolon e allow koiren na. Andolon bitorkito hobe, abong onekei andolon tag krbe
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
িবদ্রহী বলেছেন: আমার মনে হয় এইটাকে বিতর্কিত করা হবে। প্লিজ শাবাগকে বিতর্কিত কইরেননা।