নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক। লেখক হিসেবে কিছু লিখার প্রয়াস।

মুস্তফা সুজন রাজ

মুস্তফা সুজন রাজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৪

আমি সেই কাঙাল!!!
________মুস্তফা সুজন রাজ


আমি সেই কাঙাল,
দারিদ্রতার আবরণে ঢেকেছে যার সমস্ত স্বাধীনতা ;
বিলুপ্ত হয়েছি কতবার নৈরাশ্যের মায়াজালে!
আমি সেই কাঙাল,
রক্তের দামে আহার আনি, নিংড়িয়ে শরীরের পানি,
আহারের লাগি টানি,
অন্যের দাসত্বের ঘানি।
আমি সেই কাঙাল,
হায়েনার দল যার মেয়ের বস্ত্র হরণ করে আমি নির্বাক দাঁড়িয়ে দেখি, আপন বিসর্জনের চিত্র আঁকি চোখের কোণে রক্তের পানি মাখি,
আমি সেই কাঙাল,
বিএ পাশ ছেলের বেকারত্বের বোঝা বই,
আমার অসীম অপরাধ,আমি তো টাকাওয়ালা নই।
আমি সেই কাঙাল,
যার ঘাম ও রক্তের দামে সুগন্ধি পড়ে কেউ,
আমার রক্তের দাম না দিয়েও করে ঘেউ ঘেউ।।
আমি সেই কাঙাল,
নিজের ঘরনীরই নেই কোন নিরাপত্তা,
সুযোগ পেলে হামলে পড়ে চরিত্রহীন বড়কর্তা ।
আমি সেই কাঙাল,
সশরীরে সজ্ঞানে নিজেকে দিবো আজ বলী!
দেহ দৃশ্যমান যদিও, চেতনা কবরে গেছে চলি।।
আমি সেই কাঙাল,
যার লাশের সমাধি নিয়েও লাগবে মারামারি,
আমি সেই কাঙাল,
ভাসিয়ে দাও ঘোলা নদে করো না তবু বাড়াবাড়ি!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.