নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক। লেখক হিসেবে কিছু লিখার প্রয়াস।

মুস্তফা সুজন রাজ

মুস্তফা সুজন রাজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২০ শে মে, ২০১৬ সকাল ৯:৪৫

তুমিই কবিতার ছবিতা """
_______মুস্তফা সুজন রাজ

চাঁদনি রাতে তোমায় দেখেছি, তুমি যে
সূর্যরশ্মি!!
কালোকেশী তুমি, মেঘ কালো চুলের স্নিগ্ধ সুভাসে মন
যেন দিশেহারা।।
কাজল কালো ও নয়নে যেন সমুদ্র জয়ের
ইশারা।
ওষ্ঠ, নাসিকা, কপোল যেন স্বর্গীয় হুরের ধার
করা সৌন্দর্য।
হস্ত বেস্টিত অমায়িক চুড়ি, আর মেহেদীর
কারুকার্যে যেন এক মনোহারিণী।
ও চাহনির মায়ায় যেন ফাঁসি বরণ শতবার।
কি অপরুপ সাজে সজ্জিত,
পরনের ওড়না যেন রক্ত রং আর স্বর্নালী
কারুকাজে আবৃত, মুগ্ধনয়ন!!
দুধে আলতা গায়ের রং, দেখে যেন মনে
পদ্মানদীর ঢেউ খেলে যায়।
শত আবেদন জাগে বিরহের আদালতে।
মন কি কখনো ছাড়া পাবে?
এ নির্মম লালসার কারাগার থেকে?
আবেদন রইল মায়াবিনী মনোহারিণীর তোমার কাছে,
সাজিও মনকে স্বর্গীয় সুখের
পরশ দিয়ে,
তুমি যে চন্দ্রিমা অপসরী,
তোমার মর্জি সবই,
বিরহ কারাবাস চাই না আমি ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.