নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক। লেখক হিসেবে কিছু লিখার প্রয়াস।

মুস্তফা সুজন রাজ

মুস্তফা সুজন রাজ › বিস্তারিত পোস্টঃ

ছড়া।

২১ শে মে, ২০১৬ রাত ৮:০১

সবার ভালো লাগবে ছড়াটি।
ছড়া কবিতা
"""পড়া হয়নি"""
______মুস্তফা সুজন রাজ
আমার আজ মন ভালো নেই
পড়া হয়নি তাই,
শিমুল স্যারের বেতের আঘাত
সইবো কেমনে ভাই?
কালকে রাতে ঝড় ছিলো যে,
বলি যদি তারে,
শুনলে, ক্ষেপে শিমুল স্যার আরো জোরে মারে,
বলবে বেটা ঝড় ছিলো থাক,
তাতে তোর কি?
ঝড়ের ছূতা দিয়ে তুমি
ঘুমালে মেখে ঘি!
না না! স্যার ঘুমাইনি তো শুনন আমার কথা,
কালকে রাতে কারেন্ট ছিলো না এটাই মনের ব্যাথা।
বাঘের মত গর্জন দিয়ে বললো আমায় স্যার,
বেটা মোমবাতিটা ছিলো কই? যত্তসব অসার!!
মাথানত করে যখন নিচে রইলাম চেয়ে,
চোখের পানি দুই এক ফোটা পড়লো তখন বেয়ে!
এই বাবু সাব! মাথা তুলেন, বললো যখন স্যারে,
স্যার মনে হয় শান্ত হলো, চেয়ে দেখি আড়ে।
আর কোন দিন এভাবে যেন পড়া না দাও ফাঁকি?
পিটার চামড়া তুলে দিবো আগেই বলে রাখি ।।।
কান ধরেছি আর কখনো হবেনা এ ভুল,
তবে যেন প্রাপ্য হয় এ ভুলেরই মাশুল।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.