নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্জয় বাংলা সাহিত্য ও সামাজিক ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক। লেখক হিসেবে কিছু লিখার প্রয়াস।

মুস্তফা সুজন রাজ

মুস্তফা সুজন রাজ › বিস্তারিত পোস্টঃ

একটি দ্রোহের কবিতা ;

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:৫৪

একটি আক্ষেপ মূলক দ্রোহের কবিতা!!!


কি হলো বীর!!!
_______মুস্তফা সুজন রাজ


কি হলো বীর!!
বলো আমি চির অস্থির!
ভন্ডকে করেছি কান্ডারী পীর!!
বাহুতে নেই জোর,
সাঁঝকে ভাবি ভোর,
বন্ধ করেছি সব সত্যের দোর।
ভয়ে পিছু ছুটি
সত্যকে দেই লুটি
মিথ্যাকে করি সদা জুটি।।
কি হলো বীর!
বলো, আমি চির উম্মাদ,
ভুলেছি আলোর পথ
খোড়া যে বিজয়ের রথ!
সেজেছি মানুষরূপী বন্যে
তুষ্ট সদা বেআইনি পণ্যে
আমি ঈর্ষায় কাতর সুখ দেখিলে অন্যে!!
আমি, সহস্র রাতের হা হুঁতাশ,
সকলেরই হই দীর্ঘশ্বাস,
রুদ্ধ করি পৃথিবীর সুখের বাতাস।।
কি হলো বীর!
বলো, আমি খাই ঘুষ!
সদা থাকি বেহুঁশ
আমি বরবাদ চিরংকুশ!!
আমি সত্যকে চাপা দেই মিথ্যার তলে,
ন্যায়কে আপোষ করি অন্যায়ের দলে।।
আমি সিডর, আমি রোয়ানু আমি মহাপ্রলয় সকলে বলে।
আমি! দুরন্ত গাঙচিল
ছোবল মারি অসহায়ের দিল;
আমার রাহুগ্রাসে সমস্ত নদী সমুদ্র বিল!!
কি হলো বীর!
বলো, আমি চির চামার,
গড়ি সহিংসতার খামার
দিগন্ত জোড়া রাজত্ব আমার।।
ভুলেছি শপথ সব
কে স্রষ্টা কে রব!
ভয় নেই কভু হলেও শব!
আমি! ভুলেছি সত্যের মন্ত্র!
পড়েছি মিথ্যার তন্ত্র
সেজেছি আজব এক যন্ত্র!!
কি হলো বীর!
বলো, আমি চির ধ্বংস!
শেষ করবো ন্যায়ের বংশ
সমাদরে রাখবো অন্যায়ের অংশ।।
আমি সূর্যকে আড়াল করি মেঘের ভিড়ে,
বসতি গড়ি নির্জন নীলনদের তীরে।
আমি চির অশুভ,আমি চির আতঙ্ক পৃথিবী ঘিরে।।
আমি প্রলয়কারী, সীমালঙ্গনকারী
আমি ধর্ষক আমি প্রতারক চোরাকারবারী,
আমি অন্যায়ের পক্ষে, মিথ্যার শাণিত তরবারি!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:২৩

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:৫৯

মুস্তফা সুজন রাজ বলেছেন: thanks boss

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.