| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন আকাশের দিকে তাকাই, ভেবে দেখি আমার নিয়তি যেন ধূসর হয়ে উড়ে বেড়ায়।
বেধে রাখা সমাজের বেড়াজালে আটকে থাকতে থাকতে আমি আমার হারিয়ে ফেলা আমাকে খুজে বেড়াই।
আর তখনি আমার মাঝে কাজ করে নিজের স্বত্তাকে বাচিয়ে তোলার আত্মচেষ্টা।
হয়তো আমি জাকজমক জীবণ পাবো না, তবে আমি আমার মাঝে শন্তি খুজে পাবো।
খুজে নিও আমায়, শেষ বিকেলের গোধূলিতে, ধুলো উড়ো বাতাসের মহিমায়।

২|
৩১ শে মে, ২০২০ ভোর ৫:৫৫
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
৩|
৩১ শে মে, ২০২০ সকাল ১১:০৮
সাইন বোর্ড বলেছেন: বিষন্নতা, বেশ ভাল ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২০ রাত ২:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো।