নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার

তথ্যের মৌমাছি, জ্ঞানের ভিক্ষুক, প্রজ্ঞার সাধক।

মিথমেকার › বিস্তারিত পোস্টঃ

শবসাধক মহারানি

০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৫


ছবি: নেট


এই শহরের চারদিকে এক অসহ্য ক্লান্তি জেঁকে বসেছে;
সবকিছুই চলছে কিন্তু কী যেন নেই!
কী যেন নেই!
অসহ্য এক অবসাদে পুরো শহরটা ছটফট করছে।
তারপরও ধুকে ধুকে বেঁচে আছে এই শহর;
বেঁচে আছে মর্গের ফ্রিজে রাখা বেওয়ারিস লাশ গুলোর মত।
ওরা নিথর তবুও স্বপ্ন দেখে,
ওরা স্বপ্ন দেখে মুক্তির,
কেউ আসবে ওদের মুক্ত করতে!
এই সাফোকেশনের যেন শেষ নেই,
চারদিকে ক্যানিবাল জানোয়ারের ছড়াছড়ি।
ক্যানিবাল জানোয়ার গুলো খুবলে খুবলে খাচ্ছে
মর্গে রাখা ওই অগণিত বেওয়ারিস লাশ গুলোকে।
ওরা লাশ খায়;
কিন্তু কঙ্কাল গুলো জমিয়ে রেখে,
তৈরি করে নরকঙ্কালের এক ধূসর মসনদ।
ওই নরকঙ্কালের মসনদে বসে থাকে ওদের মহারানি।
মহারানি শবসাধক; অস্থির অঙ্গারে সাজিয়েছে তার নরকপুরী!
অলিতে-গলিতে বেশ্যা পল্লিতে,
ওই ক্যানিবাল জানোয়ার গুলো ঘুরে বেড়ায়।
যেখানেই লাশ দেখে; খুবলে খায় হায়নার পালের মতো।
একদিন সব লাশ শেষ হয়ে যাবে,
শেষ হয়ে যাবে;
এই শহরের শরীর ঘেঁষে বয়ে চলা দূষিত নদীটির সব পানি।
শেষ হয়ে যাবে লাল-সবুজের সমস্ত মঞ্চ নাটক!
তখন তোরা কী খাবি?
তোদের মহারানির শবসাধনা তখনও চলতে থাকবে।
যে শব এর বুকের ওপর বসে তোদের মহারানি সাধনা করছে;
ওই শব একদিন গলা টিপে হত্যা করবে তোদের মহারানিকে!
তোদের মহারানির নিথর মুখে থুথু ছিটিয়ে দিয়ে বলবে;
তোকে জন্ম দেওয়াই আমার আজন্ম পাপ!

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৬

মিরোরডডল বলেছেন:




এই লেখার প্লট কি?
কিসের ওপর বেইজ করে লেখা হয়েছে?


১১ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৪৫

মিথমেকার বলেছেন: বর্তমানে দেশের সার্বিক প্রেক্ষাপট; গণতন্ত্র, রাজনীতি, দুর্নীতি, গুম, খুন, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র।

২| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

মিরোরডডল বলেছেন:



তখন তোর কী খাবি?

এখানে শব্দটা মনে হ্য় তোরা হবে।

১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

মিথমেকার বলেছেন: আরে হা! এতবার পড়ি তাও ভুল থেকে যায়।
অনেক ধন্যবাদ ডল!
তুমি অনেক মনোযোগ দিয়ে কবিতা পড়। এমন আরও কিছু পাঠক পেলে দেশ আরো কয়েকটা কবি পাবে। এই যুগের কবি। :)

৩| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

মিরোরডডল বলেছেন:




দেশ কি পাবে জানিনা কিন্তু এখানে ব্লগার রা মিথের লেখা পাচ্ছে না, কারণ প্রথম পাতায় যায়না এখনও।
এডমিনকে ইমেইল করতে পারে। এতদিনে প্রথম পাতায় যাওয়ার কথা।


১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

মিথমেকার বলেছেন: থাকনা!
এখানে এসে যারা লেখা পড়ে তাঁরা বেশ আগ্রহ নিয়েই পড়ে। ভালো লাগে আমার।
অনেক অনেক ধন্যবাদ ডল!
এই খুশিতে একখানা গান শোনো।।।

৪| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:




মিথ কি মার্শর টুইন নাকি?
প্রথম পাতার বিষয়ে উদাসীন।

ডু ইউ নো শুভ?

১১ ই মার্চ, ২০২৪ রাত ১০:০১

মিথমেকার বলেছেন: ডল,
এই এই ব্লগে ব্যক্তিগত ভাবে করো সাথেই আমার পরিচয় নেই।

৫| ১২ ই মার্চ, ২০২৪ রাত ১১:০৬

মায়াস্পর্শ বলেছেন: অসাধারণ হয়েছে। B-)

১২ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৫

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি!
বিরহের কবি? B:-/

৬| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১:০৯

মায়াস্পর্শ বলেছেন: বিরহের কবি
আমি কবি নই, এই লেখি আর কি। সব ঘরনার লেখাই লিখতে চাই, দিন শেষে কিছুই হয়না।

১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:০৪

মিথমেকার বলেছেন: আপনি নিজেকে কবি ভাবুন আর না ই বা ভাবুন, আমি আপনাকে কবি ডাকব। আপনার পাঠক হিসাবে এই অধিকার আমার আছে। আপনিও এক খানা গান শুনে যান ব্লগে এলে খালি কানে যেতে নেই!

৭| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২০

মিরোরডডল বলেছেন:




ব্যক্তিগতভাবে আমিও কাউকে চিনি না।

মার্শ বলতে ব্লগার মায়াস্পর্শকে বুঝিয়েছি।
মিথের মতো সেও প্রথম পাতার বিষয়ে উদাসীন ছিলো।
এতো ভালো লিখে কিন্তু সেগুলো কেউ পড়তো না।
এখন অবশ্য প্রথম পাতায় যাচ্ছে।

মিথের লেখাগুলোও মনে হয় প্রথম পাতায় যাওয়া দরকার, সবাই তাহলে পড়বে।

আর শুভ সেও আরেক ব্লগার, যে লিখে না শুধু মন্তব্য করে। এখন আসে না।
মিথের কথা এবং গান চয়েজ তার মতো।


১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৬

মিথমেকার বলেছেন: ডল,
আমি হাবিজুবি সব গানই শুনি, কিছু গান এখানে দেয়া সম্ভব না। ভালো লাগলেতো আরও বেশি শুনি।
একটা সময় কিছু গান দিয়ে সময় গণনা করতাম।
প্রথম পাতায় ওয়ার্ল্ড ওয়ার জি চলতেছে, ভয়ানক অবস্থা!
এক খান গান শুনে যাও। ব্লগে এলে খালি কানে যেতে নেই!

৮| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:




গানটা ভালো লেগেছে, থ্যাংকস মিথ।

আমার একজন প্রিয় গায়ক এবং কম্পোজার Cheb Mami, ওর একটা গান শেয়ার করছি।
Sting এর সাথে Desert Rose গানের মধ্যে দিয়ে তাকে প্রথম চেনা।
তারপর তার অনেক গান শুনেছি, দারুণ গায়!!






১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৩

মিথমেকার বলেছেন: ডল
গানটা শুনলাম, ভালোই।

৯| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

মায়াস্পর্শ বলেছেন: আপনিও এক খানা গান শুনে যান ব্লগে এলে খালি কানে যেতে নেই!.
Thanks for sharingbthis one. Its reminding me some old memories with my old band mates. I was new when we were covering Tool.
প্রতিটা গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। অনেক গন্ধেও পরিচিত স্মৃতি ভেসে ওঠে।
এইটা দিয়ে গেলাম। বাংলাদেশের কারনিভাল আমার পছন্দের প্রথমে।

১৩ ই মার্চ, ২০২৪ রাত ১১:০০

মিথমেকার বলেছেন: প্রতিটা গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। অনেক গন্ধেও পরিচিত স্মৃতি ভেসে ওঠে।
টোটালি একমত! অগণিত স্মৃতি..
বিশ্বাস করবেন কিনা জানি না; কারনিভাল এর কোনো ট্র্যাক আমি এই প্রথম শুনলাম। অসাধারণ! বিশেষ করে শেষ এর দিকের ৪:৪০ সোলোটা। অনেক অনেক ধন্যবাদ কবি!
এখন এটা শুনছি..

১০| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১:২৪

মিরোরডডল বলেছেন:




প্রতিটা গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। অনেক গন্ধেও পরিচিত স্মৃতি ভেসে ওঠে।

this is very true.
প্রতিটা গান কোন একটা সময়, কোন এক প্রিয় মুখ মনে করায়।
সেইম এজ স্মেল।

সাত মাস আগে আমার বড় ভাই না ফেরার দেশে চলে যায়। আমি যখন তাকে শ্রদ্ধা জানাতে ঢাকা গিয়ে আসলাম, সাথে তার দুটা শার্ট নিয়ে আসছি যার মাঝে ওর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ। সেটার মধ্যে ওর স্মৃতি পাই। সেটা শুনলেই মনে হয় ও যেনো আসে পাশেই আছে।

১১| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১:২৫

মিরোরডডল বলেছেন:

টাইপো ***আশেপাশে***

১২| ১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৩

ইসিয়াক বলেছেন: বর্তমান প্রেক্ষাপটে দুর্দান্ত কবিতা।যদিও চরম দুঃসহ অবস্থায় এতটা কঠিন করে ভাবতে পারি না। লাল সবুজে বিশ্বাস রাখি এখনও।শাসকের শোষণের যাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। কেউ নেই দেখার।

১৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৪

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি!
লাল সবুজে বিশ্বাস চিরস্থায়ী।
কিন্তু দেশটার, দেশ এর অসহায় মানুষ গুলোর হাহাকার দেখলে দেহ-মন অস্থির হয়ে ওঠে। দম বন্ধ হয়ে আসে।

১৩| ১৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বড়ই সৌন্দর্য।

১৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৮

মিথমেকার বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.