নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
এ গায়ে আমি নতুন এলাম
জানিনা কি পরিচয় দেব আমার--
পুরানো পরিচয় মুছে গেছে
কালের স্রোতে।
নতুন পরিচয় নাই কিছু
হবে নাকি কােন কালে
তাও জানি না।
কর্ণ-সংকটে ভোগা সারাক্ষণ
তবু ভাবে মন
যদি কেউ ভাবে এই জনপদে ছিল
নামহীন কোন একজন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯
খায়রুল আহসান বলেছেন: প্রায় নয় বছর আগে এ ব্লগে পোস্ট করা আপনার প্রথম কবিতাটি পড়ে গেলাম ও মুগ্ধ হ'লাম। সেই সাথে কিছুটা আশ্চর্যও হ'লাম কবিতাটি গত প্রায় নয় বছরে মাত্র ৮৬ বার পঠিত হয়েছে দেখে এবং কবিতাটিতে একটিও মন্তব্য কিংবা 'লাইক' না দেখে। যাহোক, নয় বছর পরে এসে এ কবিতাটিতে প্রথম মন্তব্য ও 'লাইক' আমিই রেখে গেলাম।
আপনি মোটেই নামহীন নন; আপনি একটি সুন্দর নামের (নিক) অধিকারী।