![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
মাগো তুমি কেমন আছো?
বুকের মাঝে পাষাণ বেধে
আজও তুমি কেমন বাঁচো?
জীবন তোমার নাইতো বেশি বাকি
তবু অধম আমি এ দূর দেশে থাকি?
জানি মাগো সারাক্ষণই পথ চেয়ে থাকো
যায় না ছেলে পাও না দেখা
ভাব এ তো কপাল লেখা
ঝাপসা চোখের জলের ধারা আঁচল দিয়ে ঢাকো।
সারা জীবন কষ্ট করে চললে বোঝা বোয়ে
এখনও সেই কষ্ট করা
ছায়া তো নাই শুধু খরা
জানি তোমার সারা দেহের হাড্ডি গেছে ক্ষয়ে।
বৃষ্টি নামে আকাশ জুড়ে বৃষ্টি নামে চোখে
বৃষ্টি নামা শীতল জল
ভাসিয়ে নেয় চোখের ঢল
চমকে তাকাই চারিদিকে দেখেনি তো লোকে
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: মাকে নিয়ে লেখা একটি অসাধারণ কবিতা! + +
বিশেষ করে শেষের স্তবকটা পড়ে হৃদয় ভারাক্রান্ত হলো।