নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

হালচাল

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৪

সহজ উপায় সিদ্ধি লাভে

পাবে কোন দেবতা অর্ঘ্য,

কোন পথে হাঁটলে পাব

এক নিমিষে স্বর্গ?



রাষ্ট্রনীতির পষ্ট খেলাফ

রাষ্ট্র ভাসে অকূলে,

যে ফুলেতে ফলের আশা

কীট লেগেছে সে ফুলে।



অর্থ দেবীর শর্ত কঠিন

অর্থনীতি বলে,

অসীম আশায় সসীম নিয়ে

কেমন করে চলে?



বাণিজ্যতে নাই বর্ধন

ভোগ না দিলে অসুরে,

বিবেকবানের কান্না শুধু

অট্ট হাসে পশু রে!



বিদ্যা দেবীর ব্যারাম ভারি

যায় যে-সময় শয্যাতে,

সরল মনে গরল ঢেলে

ভুল শেখাচ্ছে মজ্জাতে।



রাজনীতিতে নীতির চিহ্ন

যায় না দেখা দুরবিনে,

দেশ ও দশের হয়না কিছু

মিথ্যা আশার সুর বিনে।



বুদ্ধিজীবীর নাই তো মাথা

আলুর দামে বিকোয় সব,

বেশি দামের জন্য করে

বাজার দরের কলরব।



লগ্নি দেবের ভগ্নিরা সব

নানান কথা করে পেশ,

পিপিলিকা লগ্নি করে

বাগাতে চায় বিশাল মেষ।



সত্ত্ব গুণের শত বাধা

তমঃ গুণেই মেটাই আশ,

রজঃ তমঃ'র নিঠুর খেলায়

সবার ওঠে নাভিশ্বাস।

(৯ মার্চ ২০০৯ ইং )

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: অতীব চমৎকার! কবিতার ছন্দ ও বক্তব্য, দুটোই মন ছুঁয়ে গেল। + +
কবিতাটি পনের বছর আগে লেখা হলেও মনে হয় এটা তখনকার চেয়ে এখন আরও বেশি প্রাসঙ্গিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.