নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

জীবন রাঙাও আপন আলোয়

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

ক্ষণ এসেছে বদলে যাবার

ক্ষণ এসেছে মুক্তি পাবার

মুক্তি যে তোর নিজের করে,

তোর ভেতরে আগুন যেটুক

বিপুল তেজে জ্বলে উঠুক

সোনার ফসল চাস কি ঘরে?



আঁধার ঘরের প্রদীপ পাগল

জ্বলবে কি আর একা একা?

আশায় আশায় জনম যাবে

মিলবে না আর আলোর দেখা।



তোর দ্রোহের প্রকাশ বিনা

কোন ভালোটা আলোয় এল

লজ্জা-ভয়ের আড়াল থেকে

সত্যকে কে জানতে পেল?



অলৌকিকের দেয়াল ভেঙ্গে

চল ছুটে যাই লোকের কাছে,

মিথ্যা মোহের মায়ায় পড়ে

চিরকাল কি থাকবি পিছে?



ঘুমাসনে আর ঘুমাসনে আর

আগুন জ্বালা জীবন শিখায়?

সর্বনাশা ঘোর আঁধারে

সব ডুবে যায় সব ডুবে যায়!



(২৬ মে ২০১০ ইং )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


কবিতাটি ভালো লেগেছে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

নব ভাস্কর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.