![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
চেনা আঙ্গিনায় বহুদিন পর এসে দেখি
কতকিছু বদলে গেছে সময়-স্রোতে।
কত তারা কত আলো কত কালো
ভালো লাগে মন্দ লাগে ভয় জাগে মনে
পারবো কি মিলতে মিলাতে এই ভিড়ে?
এই মেলায় এই হাটে যদি তাল কাটে
যদি ভেসে যাই ডুবে যাই, যদি চেয়ে দেখি
কেউ নেই কেউ নেই ঢেউয়ে ভেজা তীরে।
(২০ অক্টোবর ২০১০)
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০
নব ভাস্কর বলেছেন: শুভ কামনা। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫
জাফরুল মবীন বলেছেন: ভাল লাগল।
ধন্যবাদ ও শুভকামনা জানবেন কবি।