নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
একুশ মানে
রক্তে লেখা জীবন্ত এক কবিতা,
বাংলা ভাষার যত ছড়া গান
আর প্রবন্ধের সবিতা।
একুশ মানে
তাজা খুনে লাল রক্ত পলাশ,
নির্যাতিতের উত্থান
আর শোষকের সর্বনাশ।
একুশ মানে
স্বার্থবাদীদের ব্যর্থ অপচেষ্টা,
ঝড়ো জাগরণে অটল মনে
রক্ষা এ দেশটা।
একুশ মানে
শহীদ মিনারে লাখো জনতার ভীড়
"বীথরিত সিন্ধুসম গম্ভীর গভীর,
ব্যাথাহত শ্রদ্ধানত আত্মার আকুতি
ম্লান করে আনে যেন দিগন্ত প্রকৃতি।
একুশ মানে
বিশ্ব মাতৃভাষা দিবস
একুশ প্রেরণাদাত্রী,
যার গৌরব শিখরে উঠল
বিশ্ব হল এর যাত্রী।
একুশ মানে
রক্তচক্ষু আর আগ্রাসনের
ভিত্তি কাঁপানো ভয়,
যুগ যুগ ধরে দেবে প্রেরণা
নাই এর কোন ক্ষয়।
(২১ ফেব্রুয়ারি ২০১০)
বিঃ দ্রঃ-'একুশ মানে' কবিতাটি তাঁদের জন্য যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১
মোঃ সাইফুল ইসলাম সোহেল বলেছেন: অসাধারণ একটি কবিতা। পড়ে খুব ভাল লাগল।
শুভেচ্ছা জানবেন কবি।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২
নিখিল নওশাদ বলেছেন: বেশ।