![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
জ্বলছি ক্রোধে
জ্বলছি ক্ষোভে
জ্বলছি দুঃখে
জ্বলছি শোকে,
সময় জল
সময় অনল
ঝরছে এখন
দু'টি চোখে।
কোন শকুনে
খুবলে খেল
এই জননীর
বুকেরই ধন?
দুঃখ নিয়ে
সুখ বিলাবে
এই শ্মশানে
কোন মহাজন?
এই ফাগুনের
আগুন নিয়ে
দুলবো সুখে
নাগর দোলায়?
নীল বেদনা
ভাবছ তুমি
আমার খুশি
দুঃখ ভোলায়?
পাহাড় সমান
দুঃখ-ব্যথা
যায় কি ভেসে
চোখের জলে?
এক জীবনে
ক'জন বাঁচে
ডুবে যারা
জল অতলে।
বিষাদ সিন্ধুর
মাঝে পড়ে
যায় কি দেখা
স্বপ্ন রঙিন?
কোন পাষাণে
পারে এমন
জীবন যদি
হল সঙ্গিন।
(৪ মার্চ ২০০৯)
©somewhere in net ltd.