নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

এখন সময় জেগে ওঠার

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

তোর আলুথালু বসন কেন

রুক্ষ কেন কেশ?

তোর হৃদয়ের রুধির ধারা

কোথায় হবে শেষ?



কপাল কি তোর এতই পোড়া

আঘাত পাবি জনম ভর?

আঁধার ঘরে করবি বিলাপ

সুখ যে শত যোজন পর।



চাই না মা তোর কোমল পরশ

আজ আগুনের হল্কা ছুটা!

হোলি খেলায় মাতলো যারা

আজকে তাদের বসত টুটা।



এত কমা নয় মাগো তুই

গোলাম হবি চোখ রাঙানোর,

এখন সময় জেগে ওঠার

এখন সময় ভুল ভাঙানোর।



আজকে হবি কঠোর কঠিন

দুর্বলতার থাকবে না চিন

আজ পিশাচের দণ্ড দিবি

আনবি ধরে নতুন দিন,

নৃশংসতার নগ্ন নজির

শান্ত ঘরে করল হাজির

নয় যে মানুষ, পশু তারা

এই পশুদের পাপ ক্ষমাহীন।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

নিলু বলেছেন: ভালো , লিখে যান

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

আরণ্যক রাখাল বলেছেন: ছন্দময় ভাবে সুন্দর ভাবপ্রকাশ

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

আরমান ৭৬ বলেছেন: ্মাফ করবেন , আনুমতি ছাড়া আপনার কবিতা টি ফেসবুকের একটি পেজে পোস্ট করেছি।
ভাল লেগেছে তাই।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা !++

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৭

নব ভাস্কর বলেছেন: সকলকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.