![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
তুমি আমার এই আঙ্গিনায়
আর এস না,
নূপুর পায়ে ছন্দ তুলে
নীরবতা নাশ কোরো না।
তুমি আমার এই মরুতে
হঠাৎ খানিক বৃষ্টি নিয়ে
আর এস না,
মনের ভুলে
যেটুক ভালবেসেছিলে
আর বেসো না।
দোহাই তোমার
এই স্বপ্ন ঘোরে
আর এস না,
মাতাল নাচে
সুর ছড়িয়ে
মনে মনে
আর হেসো না।
তুমি আমার তৃঞ্চা বাড়াও
সাহারাতে কয়েক ফোঁটা
বৃষ্টি ঝরাও,
ঝড় তোলো, আর ঈশান কোণে
মেঘ যে জমাও,
মনের মাঝে বৈরাগী যে
তাকে নাড়াও!
মগ্ন যে, তায় জাগিয়ে কী কাজ
থাকুক না সে আপন মনে
একা বসে, এই ভুবনে
কেন এসে?
ঝলসে যাবি বোকা মদন
শিব-ঠাকুরের রুদ্র রোষে!
তুমি আমার মনের ঘরে
আগুন-ঝরা ফাগুন নিয়ে
আর এস না,
নাড়া দিলেই দরজা খুলে
বাহির হব, এমন মোহে
আর ভেসো না।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৮
জাফরুল মবীন বলেছেন: চমৎকার অভিব্যক্তি সাবলীলভাবে কবিতায় প্রকাশ পেয়েছে।
অভিনন্দন ও ধন্যবাদ জানবেন কবি।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: খুর সুন্দর কবিতা!