নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য \"জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।\"

নব ভাস্কর

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।

নব ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

ভুলগুলো সব শুধরে নিও

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৭

জনম ভরে খুঁজছো যারে
পাওনি তারে তোমার দ্বারে
ভেবেছিলে হয়তো পাবে
আমার মাঝে সেই মহাজন,
পাওনি তারে তাইতো এখন
গগনফাঁটা এমন রোদন।

আমার চলার পথের উপর
নাইতো কোন ফুল বিছানো,
তবে কেন চলতে গিয়ে
হুমড়ি খেয়ে রোজ পেছানো?
শক্ত এ পথ আমার প্রিয়
নয় গো তোমার পদ-মাণিকের,
আবেগ বশে চলতে এসে
ভাঙছে মোহ সে ক্ষণিকের।
ভয় লাগে খুব রক্ত পায়ের
উঠবে কখন গোলাপ চোখে,
সর্বনাশের শেষটা বুঝি
দেখবো বসে মর্ত্যলোকে।

পাবে কি আর এমন সুযোগ
ভুলগুলো সব শুধরে নেয়ার,
যদি পারো শুধরে নিও
তৃপ্তি আসুক তোমার হিয়ার।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


খাইয়ামের সুর। (যদিও রুবাইয়াৎ নয়)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

নব ভাস্কর বলেছেন: ওরে বাবা! ওমর খাইয়াম!!

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫১

আমি বন্দি বলেছেন: দারুন কবিতা প্রথম ভালো লাগা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৮

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন কবি।

ধন্যবাদ আপনাকে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

নব ভাস্কর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো । ++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

নব ভাস্কর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.